‘একটু সাহস আর একটু সদিচ্ছা, একটু প্রচেষ্টায় বেঁচে থাকুক মানবসত্তা’: হেল্পিং বার্ডস

বিডিসংবাদ ডেস্কঃ  স্বেচ্ছায় রক্তাদানের চেতনায় উদ্ভুদ্ধ করতে এবং সমাজে মানবজাতির কল্যাণের উদ্দ্যেশে গঠিত হয় হেল্পিং বার্ডস অব ডিআইআইটি ।

একটু সাহস আর একটু সদিচ্ছা, একটু প্রচেষ্টায় বেঁচে থাকুক মানবসত্তা‘ এই স্লোগানকে সঙ্গে নিয়ে গত ৮ই ফেব্রুয়ারী ২০১৪ ঢাকার ধানমন্ডির ৩২ এ অবস্থিত ড্যাফোডিল ইন্সটিটিউট অব ডিআইআইটিতে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে হেল্পিং বার্ডস অব ডিআইআইটি ব্লাড ফাউন্ডেশন।

এই ফাউন্ডেশনটির প্রতিষ্ঠাতা ও সাবেক সভাপতি সাইফুল ইসলাম শান্ত যিনি  একজন তরুণ উদ্ভাবক বর্তমানে ডিআইআইটি শিক্ষা প্রতিষ্ঠানটির এমবিএ’তে অধ্যয়নরত। তার হাত ধরেই স্বেচ্ছায় রক্ত দাও,জীবন বাঁচাও এই ধারাকে সঙ্গে নিয়ে প্রথমত রক্তদান কর্মসূচীর মধ্য দিয়ে এই ফাউন্ডেশনটির অগ্রযাত্রা।

হেল্পিং বার্ডস অব ডিআইআইটি গত ৪ বছরে ইতোমধ্যে ১২০জনের উপর রক্তদাতাদের কাছ থেকে ৬৫০ ব্যাগের বেশি রক্ত সংগ্রহ করে এবং ২০০+ মূমূর্ষ রোগীকে রক্ত দিয়ে সাহায্যে করেছে।

এই সংগঠনটির প্রতিষ্ঠালগ্ন থেকে শুরু করে আজ পর্যন্ত  সাফল্যের অংশীদার হিসেবে আছেন হেল্পিং বার্ডস’র সাধারন সম্পাদক এবং হেল্পিং বার্ডস অব ডিআইআইটি’র সভাপতি তাসলিমা আক্তার শান্তা, সংগঠনিক কার্যনির্বাহক হিসেবে আছেন মো. তৌহিদুর রহমান সৌরভ। এছাড়া রয়েছেন অর্থ সম্পাদক ফুয়াদ হোসেন, যোগাযোগ সম্পাদক মেহেদী হাসান,যুগ্ম সম্পাদক সিরাজুম মুনিরা চয়ন এবং সাংস্কৃতিক সম্পাদক সাঈদ বিপ্লব হোসেন

তাছাড়া এই পর্যন্ত  সংগঠনটির এই সাফল্যের পিছনে সবচেয়ে বড় যে ভূমিকা রয়েছে যাদের সেচ্ছায় রক্তদান মানব কল্যানে নিবেদিত প্রান একঝাঁক তরুন ‘রক্তসৈনিক’।

ভবিষ্যত পরিকল্পনা সম্পর্কে এর প্রতিষ্ঠাতা এবং সভাপতি সাইফুল ইসলাম শান্ত বলেন,” রক্তদান কর্মসূচীর মধ্য দিয়ে প্রাণ প্রিয় শিক্ষাপ্রতিষ্ঠান ডিআইআইটি থেকে এই ফাউন্ডেশনটির যাত্রা শুরু হয়েছিল, তবে ভবিষ্যতে শুধুমাত্র এটি  ডিআইআইটি পর্যন্ত নয় হেল্পিং বার্ডস হিসেবে সারা বাংলাদেশে ছড়িয়ে যাবে এবং শুধুমাত্র রক্তদানের মধ্য দিয়ে সীমাবদ্ধ নয়, সুবিধাবঞ্চিত শিশু ও অসহায় গরীব ও শীতার্ত মানুষেরও পাশেও থাকবে এবং জনসচেতনতা রক্ষার্থে কাজ করে যাবে এই সংগঠনটি। শুধুমাত্র স্বেচ্ছাসেবকদের কঠোর পরিশ্রমে এই সংগঠনের সফলতা । এরি মধ্যে সংগঠনটি বেশ কয়েকটি স্বেচ্ছায় রক্তদানে উদ্বুদ্ধকরণ কর্মসূচি ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্প সম্পন্ন করেছে। ”

'একটু সাহস আর একটু সদিচ্ছা, একটু প্রচেষ্টায় বেঁচে থাকুক মানবসত্তা': হেল্পিং বার্ডসএ ধারাবাহিকতায়  আগামীকাল ২৬শে এপ্রিল সকাল ১০:৩০ ডিআইআইটিতে হেল্পিং বার্ডস অব ডিআইআইটি ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী এবং ৪র্থ পুরষ্কার বিতরনীর এক জাঁকজমক অনুষ্ঠানের আয়োজন করা হবে।

এবারের প্রতিপাদ্য বিষয় হচ্ছে  ‘আর নয় সূচের ভয়,হাসিতেই হোক মানবসত্তার জয়‘।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ড্যাফোডিল ইন্সটিটিউট অব ডিআইআইটি এর অধ্যক্ষ এবং হেল্পিং বার্ডস অব ডিআইআইটি এর প্রধান উপদেষ্টা মোহাম্মদ শাখাওয়াত হোসেন, সম্মানীত অতিথি হিসেবে থাকবেন শিক্ষাপ্রতিষ্ঠান্টির সহকারী অধ্যাপক এবং ফাউন্ডেশনের সিনিয়র উপদেষ্টা  মো. মোকাররম হোসেন এবং অন্যতম অতিথি হিসেবে থাকবেন  মানবজমিন পত্রিকার স্টাফ রিপোর্টার মোহাম্মদ রাশীম মোল্লা

এ সময় অতিথিরা তাদের বিশেষ বক্তব্য উপস্থাপন করবেন । এছাড়া রক্তদানে যারা অনন্য অবদান রেখেছেন তাদের পুরষ্কৃত ও  এবং সর্বশেষ মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হবে।

বিডিসংবাদ/সামি