কাশ্মীরে গুলিতে ৩ ভারতীয় সেনা নিহত

ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীরের বান্দিপুরা জেলায় দেশটির নিরাপত্তা বাহিনীর সঙ্গে স্বাধীনতাকামীদের মধ্যে বন্দুকযুদ্ধ হয়েছে।

বিদ্রোহীদের গুলিতে অন্তত তিনজন ভারতীয় সেনা নিহত এবং ১৫ সেনা আহত হয়েছেন। এছাড়া পাল্টা গুলিতে একজন বিদ্রোহী নিহত হয়েছেন। খবর এনডিটিভির।

আহত ভারতীয় সেনাদের বিমানে করে বান্দিপুরা থেকে শ্রীনগরের সেনা হাসপাতালে নিয়ে আসা হয়েছে। আহতদের মধ্যে কয়েকজন সেনার অবস্থা সংকটাপন্ন।

মঙ্গলবার সকালে বান্দিপুরার একটি আবাসিক বাড়িতে বিদ্রোহীদের অবস্থানের খবর পেয়ে ভারতীয় পুলিশ এবং সেনাবাহিনী যৌথ তল্লাশি শুরু করে।

এ সময় সেখান অবস্থানরত বিদ্রোহীরা এলোপাথাড়ি গুলি ছুঁড়লে ভারতীয় নিরাপত্তা বাহিনীর সদস্যদের হতাহতের ঘটনা ঘটে।

এরপর বাড়িটি ঘিরে ফেলে ভারী গুলিবর্ষণ করে ভারতীয় সেনারা। এ সময় বেষ্টনী ভাঙার চেষ্টা করে পালিয়ে যাওয়ার চেষ্টা করে বিদ্রোহীরা। কিন্তু তাদের মধ্যে একজন ভারতীয় সেনাদের হাতে ধরা পড়ে এনকাউন্টারে নিহত হন।

দু’দিন আগে জম্মু-কাশ্মীরের কুলগাম জেলার ফ্রিসাল গ্রামে নিরাপত্তা বাহিনী ও বিদ্রোহীদের মধ্যে ১০ ঘণ্টা ধরে চলা বন্দুকযুদ্ধে দুই জওয়ান নিহত হয়েছিল।

ওই সময় হিজবুল মুজাহেদিন এবং লস্করে তৈয়বা সংশ্লিষ্ট চারজন বিদ্রোহী নিহত হয়।

এছাড়া এনকাউন্টারে দু’জন সাধারণ ব্যক্তিও নিহত হন। এর প্রতিবাদে কুলগামে ব্যাপক বিক্ষোভ অনুষ্ঠিত হয়।