আরবীয়দের ফ্রি মেডিক্যাল ক্যাম্পে উপকৃত ব্রাজিল প্রবাসীরা

মীর আহমেদ মীরু, ব্রাজিল থেকেঃ

মানুষের মঙ্গল কামনা ও সুস্থতায় এবং সচেতনতা বৃদ্ধিতে বিশ্বের অনেক দেশেই এজেন্সি, হাসপাতাল এবং চিকিৎসকের দ্বারা ফ্রি মেডিকেল চেক-আপ এবং ক্যাম্পিংয়ের আয়োজন করে।

আরবীয়দের ফ্রি মেডিক্যাল ক্যাম্পে উপকৃত ব্রাজিল প্রবাসীরা

সম্প্রতি ল্যাটিন আমেরিকার দেশ ব্রাজিলের সাও পাওলোতে ইউনাইটেড অব আরবের ইসলাম সলিডারিও নামে একটি সংস্থা বিগতবারের মত এবারো ফ্রি মেডিক্যাল ক্যাম্পের আয়োজন করে।

ফ্রি এই মেডিকেল ক্যাম্পে ব্রাজিলিয়ান এবং ব্রাজিলে অবস্থানর প্রবাসীদের ফ্রি মেডিক্যাল সার্ভিস প্রদান করে সস্থাটি।

আরবীয়দের ফ্রি মেডিক্যাল ক্যাম্পে উপকৃত ব্রাজিল প্রবাসীরা

ব্রাজিলে অবস্থানরত বাঙালীরা আরবীয়দের চিকিতসকদের দ্বারা এই ফ্রি মেডিকেল ক্যাম্প আয়োজন করাতে আরবের চিকিৎসক এবং সংস্থাটির সকলকের ভূয়সী প্রশংসা করেন।

আরবীয়দের ফ্রি মেডিক্যাল ক্যাম্পে উপকৃত ব্রাজিল প্রবাসীরা

উল্লেখ্য, ইসলাম সলিডারিও ব্রাজিলের একটি খুব গুরুত্বপূর্ণ সামাজিক ভূমিকা পালন করে। ইসলাম সংহতি প্রকল্পের মাধ্যমে সংগঠনটি কেবলমাত্র মুসলমানদেরই নয়, দারিদ্র্যসীমার নীচে বসবাসকারী যে কোনও ধর্মের লোকদের সহায়তা করে।