জেএমআই গ্রুপের সহযোগিতায় ‘ঢাবি ট্যালেন্ট হান্ট’ চূড়ান্ত পর্ব ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত

মিডিয়া ডেস্কঃ

আজ শেষ হলো চারদিনব্যাপী ‘ঢাবি ট্যালেন্ট হান্ট – ২০১৯’ প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠান।

গত ৯ই মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু’র উদ্যোগে ও বাংলাদেশের স্বনামধন্য ঔষুধ শিল্প প্রতিষ্ঠান জেএমআই গ্রুপের সহযোগিতায় চারদিনব্যাপী এই চূড়ান্ত প্রতিযোগিতার আয়োজন করা হয়।

জেএমআই গ্রুপের সহযোগিতায় 'ঢাবি ট্যালেন্ট হান্ট' চূড়ান্ত পর্ব ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত

পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সম্মানিত অতিথি জেএমআই গ্রপের প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক মো. আব্দুর রাজ্জাক,বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সংস্কৃতি বিষয়ক সম্পাদক অসীম কুমার উকিল (এমপি) , ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয় এবং সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য ।

এ সময় জেএমআই গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আব্দুর রাজ্জাককে শুভেচ্ছা স্মারক তুলে দেন ডাকসুর পক্ষ থেকে ছাত্র নেতৃবৃন্দরা এবং আজকের চূড়ান্ত পর্ব শেষে প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরষ্কার তুলে দেন আব্দুর রাজ্জাকসহ উপস্থিত অতিথিবৃন্দরা।

এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১৮টি হলে পৃথকভাবে টেলেন্ট হান্ট অনুষ্ঠিত হয়েছে। প্রতিটি হলে প্রতিটি ইভেন্টে প্রথম, দ্বিতীয়, তৃতীয় স্থান অধিকারীদেরকে পুরস্কৃত করা হয়েছিল। প্রতিটি ইভেন্টে প্রথম, দ্বিতীয়, তৃতীয় স্থান অধিকারীদের নিয়ে টিএসসিতে ৯-১২ মার্চ চারদিন ব্যাপী চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হয়।

টিএসসির প্রাঙ্গনে অধ্যয়নরত প্রতিভাবান শিক্ষার্থীদের নিয়ে আয়োজন করা হয় এই প্রতিযোগিতা।

বিডিসংবাদ/এএইচএস