“নৈশব্দে”

কবি-হাসিনা মরিয়ম

তোমাকে চেয়েছি বলে,
প্রতিনিয়ত...
পলপল করে নিঃস্ব হই আমি,
শীতের বিবর্ন ঘন কুয়াশার চাদরের মাঝে
তোমার নিঃশ্বাষের স্পর্শ পাই,
কৈশোরের সোনালী রোদ্দুরের মাঝে
তোমার মুখখানি ভেসে উঠ, 
আমার দুখানি হাত বাড়িয়ে দিই
তোমাকে স্পর্শ করার আজন্ম এক তৃষ্ণা নিয়ে,
একরত্তি সুরভীর মতো হারিয়ে যাও তুমি-
আমাকে পিছু ফেলে-
তারপর ও আমি তোমাকে অনুভব করি
একফালি চাঁদের মতো আমার আকাশে"
বিডিসংবাদ/এএইচএস