বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ
রাজধানীর মহাখালীর সাততলা বস্তির আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ১৮টি ইউনিটের চেষ্টায় সোমবার সকাল ৬টা ৩৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার কামরুল ইসলাম। তবে কিভাবে এই আগুনের সূত্রপাত হয়েছে তা জানা যায়নি।
এর আগে ভোর ৪টার দিকে ভয়াবহ এ আগুনের সূত্রপাত হয়। প্রথমে ফায়ার সার্ভিসের আটটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে আগুনের তীব্রতা বাড়তে থাকলে ইউনিট বাড়ানো হয়।
এপর্যন্ত আগুনে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
বিডিসংবাদ/এএইচএস