সিলেটে পৌঁছেছে সুরঞ্জিতের মরদেহ

আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও বর্ষীয়ান রাজনীতিবিদ সুরঞ্জিত সেনগুপ্তের মরদেহ সিলেটে পৌঁছেছে। সোমবার বেলা পৌনে ১১টার দিকে হেলিকপ্টারযোগে তার মরদেহ সিলেট ওসমানি আন্তর্জাতিক বিমান বন্দরে পৌঁছায়।

বিমান বন্দরে থেকে তার মরদেহ সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে নেয়া হবে। সেখানেই মরদেহের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হবে।

এর আগে সোমবার সকাল নয়টার পর মরদেহ সিলেটের উদ্দেশে পাঠানো হয় বলে জানান সুরঞ্জিত সেনগুপ্তের বেয়াই ভুপেন্দ্র ভৌমিক।

ঢাকা থেকে মরদেহের সঙ্গে আছেন, চিফ হুইপ আ.স.ম ফিরোজ, অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এমএ মান্নান, আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, মিসবাহ উদ্দিন সিরাজ, সাবেক যোগাযোগ মন্ত্রী আবুল হোসেন, কেন্দ্রীয় সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক পংকজ দেবনাথ, ছাত্রলীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক এসএম জাকির হোসেন ও সুরঞ্জিতপুত্র সৌমেন সেনগুপ্ত।

সিলেটে শ্রদ্ধা নিবেদন শেষে সাবেক মন্ত্রী ও সংসদ সদস্য সুরঞ্জিত সেনগুপ্তের মরদেহ সুনামগঞ্জে নেওয়ার কথা রয়েছে। সেখান থেকে নির্বাচনী এলাকায় (দিরাই-শাল্লা) নেওয়ার পর বিকেলে শেষকৃত্য অনুষ্ঠিত হবে।

উল্লেখ্য, গতকাল রোববার ভোররাতে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সুরঞ্জিত সেনগুপ্ত মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭২ বছর।

গত শুক্রবার ফুসফুসের সমস্যার জন্য রাজধানীর ল্যাবএইড হাসপাতালে ভর্তি করা হয়েছিল সুরঞ্জিত সেনগুপ্তকে। শনিবার রাতে শারীরিক অবস্থার অবনতি ঘটায় তাকে প্রথমে করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) নেয়া হয়। পরে রাতেই তাকে লাইফ সাপোর্টে রাখা হয়।