অপরাজিতার ঝাড়ে

কবি-হাসিনা মরিয়ম

শীতের বিবর্ন কুয়াশায়

বরফের চাদরের মাঝ থেকে

তোমার মুখখানি তুলে আনি,

বুকের মাঝে চেপে ধরি,

নিবীড় করে তোমাকে ধরে রাখি

জনম জনম ধরে,

কোথায় যাবে তুমি দেবদূত?

চেয়ে দেখ চারপাশে

আমি ছাড়া যে তোমার কেউ নেই,

দিগন্তের বিস্তীর্ণ এলাকা জুড়ে

শুধু আমি আর আমার ভালবাসা,

তোমার নিজেকে বয়ে বেড়াবার

আর প্রয়োজন নেই,

আমি এবং আমার অস্তিত্বে তুমি মিলে মিশে একাকার,

এখন এখানেই তোমার আবাস।

বিডিসংবাদ/এএইচএস