আয়াতুল্লাহ খোমেনির বাড়িতে বিক্ষোভকারীদের আগুন

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

ইরানের প্রতিষ্ঠাতা আয়াতুল্লাহ খোমেনির বাড়িতে আগুন দিয়েছে সরকারবিরোধী বিক্ষোভকারীরা।

শুক্রবার ছবিটি বিভিন্ন সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। তবে ঘটনাটি ঘটে আগেরদিন রাতে।

এএফপির ভেরিফাইড ছবিতে দেখা যায়, মারকাজি প্রদেশের পশ্চিমাঞ্চলে খোমেনির পৈত্রিক বাড়িতে বৃহস্পতিবার আগুন দেয় বিক্ষোভকারীরা। ঘটনার পর বিক্ষোভকারীদের উল্লাস করতেও দেখা যায়।

জানা যায়, ওই বাড়িতেই খোমেনি জন্মগ্রহণ করেন। তিনি মারা যান ১৯৮৯ সালে। পরে তার বাড়িটি জাদুঘরে রূপান্তরিত করা হয়।

এদিকে বিক্ষোভকারীরা আগুন দেয়ায় কতটুকু ক্ষয়ক্ষতি হয়েছে, তা জানা যায়নি।

সূত্র : মিডল ইস্ট মনিটর

বিডিসংবাদ/এএইচএস