এপ্রিলে বাংলাদেশে আসছে পাকিস্তান, দল ঘোষণা

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

আগামী এপ্রিলে বাংলাদেশ সফরে আসছে পাকিস্তান অনূর্ধ্ব-১৯ দল। এখানে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের সাথে একটি পূর্ণাঙ্গ সিরিজ খেলবে তারা। যার মাঝে একটি চার দিনের ম্যাচসহ আছে পাঁচটি ওয়ানডে ও একটি টি-টোয়েন্টি ম্যাচ।

আসন্ন এই সিরিজের জন্য দলও ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড।

এপ্রিলের শেষ দিকে মাঠে গড়াবে দুই দলের এই লড়াই। ৩০ এপ্রিল চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে চার দিনের ম্যাচ দিয়ে শুরু হবে সিরিজ। ৬ ও ৮ মে চট্টগ্রামে হবে সিরিজের প্রথম দুটো এক দিনের ম্যাচ। এরপর রাজশাহীতে গড়াবে শেষ তিনটি ওয়ানডে ও একমাত্র টি-টোয়েন্টি ম্যাচ।

পাকিস্তানের যুবাদের নেতৃত্ব দেবেন সাদ বাগ। বাংলাদেশের বিপক্ষে সবশেষ সিরিজেও নেতৃত্ব ছিলেন তিনি।

পাকিস্তান যুব দল
সাদ বাগ, আলী আসফান্ড, আহমেদ হোসেন, আইমাল খান, আমির হোসেন, আরাফাত মিনহাস, আজান আওয়াইজ, হামজা নওয়াজ, মোহাম্মদ ইবতিসাম, মোহাম্মদ ইসমাইল, মোহাম্মদ তাহির, মোহাম্মদ তাইয়্যেব আরিফ, ওবাইদ শহিদ, সাজ্জাদ আলী, শাহজাইব খান, শ্যামল হোসেন ও ওয়াহাজ রিয়াজ।

রিজার্ভ ক্রিকেটার : আবিদুল্লাহ, ইকরামুল তারিন, মুহাম্মদ জুলকিফাল।

বিডিসংবাদ/এএইচএস