ওয়াই-ফাইয়ের স্পিড বাড়াতে আকর্ষনীয় ৫ টিপস

বিডিসংবাদ ডেস্কঃ  ওয়াই-ফাইয়ের স্পিড বাড়াতে আকর্ষনীয় ৫টি টিপস যা মেনে চললে আপনার ওয়াই-ফাইয়ের স্পিড বাড়িয়ে ফেলতে পারবেন বহুগুন। টিপসগুলো হলঃ-

১. বাধা হীন জায়গায় মডেম রাখুন ঘরে ওয়াই-ফাই তরঙ্গ বিভিন্ন আকারে বয়। এর কারণ বিভিন্ন ধরনের আসবাব। আসবাবে বাধা পায় ওয়াই-ফাই তরঙ্গ। যার ফলে ইন্টারনেট স্পিডেরও ব্যাঘাত ঘটে।

২. উঁচু জায়গায় রাউটার রাখুন রাউটারের অ্যান্টেনা উপরের দিক সিগন্যাল পাঠায়। তাই রাউটারের উপরের দিকে যতটা উঁচু জায়গা থাকবে সিগন্যালও তত ভাল মিলবে।

৩. সে জিনিসগুলির থেকে রাউটারকে দূরে রাখা উচিত বিশেষজ্ঞদের মতে, রাউটারের কাছে মাইক্রোওয়েভ, টেলিভিশনের মতো ভারী ইলেকট্রনিক্স সরঞ্জাম রাখলে সিগন্যাল বাধা পায়।

৪. অ্যান্টেনার অবস্থান পরিবর্তন যে সব রাউটারে একাধিক অ্যান্টেনা রয়েছে, তাদের ক্ষেত্রে অ্যান্টেনার অবস্থান পরিবর্তন খুব জরুরি। একটি অ্যান্টেনা লম্বা করে রাখলে অন্যটি আড়াআড়ি বাড়িয়ে নিন।

৫. টেস্ট ওয়াই-ফাই স্পিড- ঘরের কোন জায়গায় রাউটার রাখলে স্পিড বেশি পাবেন, সেটা মেপে নিতে পারেন স্মার্টফোন থেকেই। গুগ্ল প্লে স্টোরে গিয়ে ‘স্পিড অ্যানালাইজার’ অ্যাপ ডাউনলোড করে বাড়িয়ে নিন।