খেলাধুলা মানুষকে অপরাধমুলক কর্মকান্ড থেকে বিরত রাখে:এসপি-আলী আহমদ খাঁন

আল-মামুন,খাগড়াছড়ি প্রতিনিধি: খাগড়াছড়ির গুইমারা থানা প্রাঙ্গনে পুলিশের উদ্যোগে নব নির্মিত ব্যাডমিন্টন খেলার কোডের আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার রাতে লাল ফিতা কেটে ব্যাডমিন্টন কোডের উদ্বোধন করেন খাগড়াছড়ি পুলিশ সুপার আলী আহমদ খাঁন।

এ সময় সংক্ষিপ্ত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে খাগড়াছড়ি পুলিশ সুপার আলী আহমদ খাঁন বলেন, খেলাধুলা মানুষকে অপরাধমুলক কর্মকান্ড থেকে বিরত রাখে। শরীর,মন ও স্বাস্থ্যের জন্য খেলাধুলার বিকল্প নেই। তাই সকলকে ব্যাডমিন্টন খেলায় অংশ গ্রহণের মাধ্যমে নিজেদের নিয়োজিত রাখার আহবান জানান তিনি। এ সময় তিনি খাগড়াছড়ি জেলার গুইমারা থানার পুলিশের উদ্যোগে নব নির্মিত ব্যাডমিন্টন মাঠ  (কোড) নির্মাণের জন্য প্রশংসা করেন।

গুইমারা থানার অফিসার ইনচার্জ (ওসি) সাহাদাত হোসেন টিটুর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, গুইমারা উপজেলা নির্বাহী কর্মকর্তা পঙ্কজ বড়–য়া,গুইমারা উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যান ঝর্ণা ত্রিপুরা,হাফছড়ি ইউপি চেয়ারম্যান চাইথোয়াই চৌধুরী,গুইমারা উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ম্রাসাথোয়াই মগ প্রমূখ।

এতে অংশ নেন, খাগড়াছড়ি সদর থানার ওসি তারেক মো: আব্দুল হান্নান,মানিকছড়ি থানার ওসি মাঈন উদ্দিন,রামগড় থানার ওসি শরিফুল ইসলাম,গুইমারা থানার ওসি (তদন্ত) শফিকুল ইসলাম,এসআই মশিউর রহমান প্রমূখ।

এ সময় উপস্থিত ছিলেন, গুইমারা উপজেলা বিএনপির সভাপতি মো: ইউসুফ, গুইমারা উপজেলা ছাত্রলীগের সভাপতি সাগর চৌধুরী,হাফছড়ি ইউপি সদস্য আরমান,গুইমারা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সভাপতি রতন,গুইমারা ছাত্র ঐক্যের প্রতিনিধি (খেলোয়ার) আমির হোসেন, মিল্টন বড়–য়া প্রমূখ।

ব্যাপক উৎসব মুখোর পরিবেশে আতঁশবাজী ও আলোক সজ্জার মধ্য দিয়ে খেলাদুলায় বিভিন্ন থানা ওসি,পুলিশ কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি, সাংবাদিক,খেলোয়ার ও গন্যমান্য নেতৃবৃন্দরা ও এলাকার ক্রীড়া প্রেমিরা ব্যাডমিন্টন কোড উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেয়।