দেশে ফিরেছেন হেফাজতে ইসলামের আমির

বিডিসংবাদ ডেস্কঃ হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ আহমদ শফী প্রায় দুই সপ্তাহ ভারতে চিকিৎসা শেষে দেশে ফিরেছেন ।

গত শনিবার বিকেল সাড়ে চার টায় তিনি দিল্লী থেকে একটি ফ্লাইটে হযরত শাহজালাল (রহ:) আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান।

এরপর এয়ারপোর্ট মাদরাসায় যাত্রাবিরতি শেষে তিনি রাত সাড়ে সাতটায় আরেকটি ফ্লাইটে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশে রওনা দেন। পরে সেখান থেকে সড়কপথে তিনি হাটহাজারী মাদরাসায় যান।

ঢাকায় হেফাজতে ইসলামের আমিরকে স্বাগত জানান বেফাক মহাসচিব মাওলানা আব্দুল কুদ্দুস, হেফাজতের যুগ্মমহাসচিব মুফতি ফয়জুল্লাহ, মুফতি নুরুল আমিন, মাওলানা আব্দুর রশিদ, মাওলানা সাজেদুর রহমান প্রমুখ।

মুফতি ফয়জুল্লাহ নয়া দিগন্তকে জানান, দিল্লির অ্যাপোলো হাসপাতালে চিকিৎসা নেয়ার পর আল্লামা শফী বেশ সুস্থ্য হয়ে উঠেছেন। তিনি কথা বলা ও খাওয়া-দাওয়া করতে পারছেন।

গত ২২ জুলাই উন্নত চিকিৎসার জন্য শাহ আহমদ শফীকে ভারতে নিয়ে যাওয়া হয়।