নরসিংদীতে ব্যাপক আনন্দঘন পরিবেশে এসএ টিভির ৪র্থ প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত

নরসিংদী প্রতিনিধি
নরসিংদীতে ব্যাপক আনন্দঘন পরিবেশের মধ্য দিয়ে এস.এ. টিভি’র ৪র্থ প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষ্যে বণাঢ্য র‌্যালী প্রদর্শনসহ আনুষ্ঠানিকভাবে কেক-কাঁটা কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে। নরসিংদী প্রেসক্লাব মিলনায়তনে এস.এ. টিভি’র ৪র্থ প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে জেলা প্রতিনিধি (এস.এ.টিভি) এ.এইচ. ভুইয়া সজলের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নরসিংদীর পুলিশ সুপার আমেনা বেগম (বিপিএম)। এ সময় প্রধান অতিথি এসএ টিভি’কে ফুলেল-শুভেচ্ছাসহ কেক্ কেটে আনুষ্ঠানিকভাবে এস.এ. টিভি’র ৪র্থ প্রতিষ্ঠা বার্ষিকী শুভ উদ্বোধন করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) শাহরিয়ার আলম।

১৯ জানূয়ারী বৃহস্পতিবার দুপুরে এস.এ. টিভি’র ৪র্থ প্রতিষ্ঠা বার্ষিকী উদ্যাপনী অনুষ্ঠানে নরসিংদী প্রেসক্লাবের সভাপতি মোরশেদ শাহ্রিয়ার, সাধারণ সম্পাদক শফিকুল মোহাম্মদ মানিক, সাংবাদিক বিশ্বজিৎ সাহা, স্ট্যান্ডার্ড কলেজের পরিচালক কামরুজ্জামান, অধ্যক্ষ মোঃ ওয়ালিউল্লাহ, বিটিবি’র জেলা প্রতিনিধি শাহিন মিয়া, চ্যানেল আইয়ের জেলা প্রতিনিধি সুমন রায়, সাংবাদিক তোফাজ্জল হোসেন, কামরুল ইসলাম রতন, দৈনিক গ্রামীণ দর্পণের স্টাফ রিপোর্টার তৌহিদুর রহমান সহ জেলা শহরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠাণের শিক্ষার্থী, শিক্ষক-শিক্ষিকাবৃন্দ উপস্থিত ছিলেন।

এর পূর্বে এস.এ. টিভি’র ৪র্থ প্রতিষ্ঠা বার্ষিকী উদ্যাপন উপলক্ষ্যে স্যাটেলাইট চ্যানেল এস.এ.টিভি’র নরসিংদী জেলা প্রতিনিধি এ.এইচ. ভুইয়া সজলের নেতৃত্বে নরসিংদী আদর্শ বালিকা বিদ্যা-নিকেতন থেকে একটি বর্ণাঢ্য র‌্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে নরসিংদী প্রেসক্লাব মিলনায়তনে এসে সমাপ্ত হয়। বর্ণাঢ্য র‌্যালীতে নরসিংদী আদর্শ বিদ্যা-নিকেতন ও স্ট্যান্ডার্ড কলেজের প্রায় ২ শতাধিক ছাত্র-ছাত্রী, সুশীল সমাজের প্রতিনিধিসহ বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকবৃন্দ অংশ নেয়।