‘প্লেবয়’ ম্যাগাজিনের প্রতিষ্ঠাতা হিউ হেফনার চলে গেলেন

বিডিসংবাদ ডেস্কঃ  ‘প্লেবয়’ ম্যাগাজিনের প্রতিষ্ঠাতা হিউ হেফনার মারা গেছেন। তার বয়স হয়েছিল ৯১ বছর।
প্লেবয় এন্টারপ্রাইজ এক বিবৃতিতে জানিয়েছে, লস এঞ্জেলেসে নজি বাড়িতে নিজের বাড়ি হেফনারের স্বাভাবিক মৃত্যু হয়েছে।
১৯৫৩ সালে বাড়ির রান্নাঘর থেকে ‘প্লেবয়’ ম্যাগাজিনের প্রকাশনা শুরু করেছিলেন হিউ হেফনার। এক সময় এটি প্রাপ্তবয়স্কদের জন্য বিশ্বের সবচেয়ে বেশি বিক্রি হওয়া ‘মেনস’ ম্যাগাজিনে পরিণত হয়।

এই ম্যাগাজিনটি যখন সাফল্যের শীর্ষে ছিল তখন মাসে এট সর্বোচ্চ ৭০ লাখ কপি পর্যন্ত বিক্রি হয়েছে।
তার প্রকাশিত আন্তর্জাতিক এই ম্যাগাজিনটি অনেকে ‘অশ্লীল’ বা নোংরা মনে করলেও, অনেকের কাছে এই ম্যাগাজিনটি যৌন বিপ্লবের অগ্রদূত।
হেফনারের ছেলে কুপার হেফনার বলেছেন “বাবাকে অনেকে মিস করবে”।

বাবার প্রতি শ্রদ্ধা জানিয়ে এক বিবৃতিতে কুপার হেফনার বলেন, “তিনি ছিলেন গণমাধ্যম ও সংস্কৃতি অঙ্গনের একজন অগ্রদূত। তাঁর জীবনযাপন ছিল ব্যতিক্রমধর্মী। তিনি মুক্তচিন্তা, গণতান্ত্রিক অধিকার ও যৌন স্বাধীনতা নিয়ে কাজ করে গেছেন”।

হিউ হেফনার লাখ লাখ পুরুষের জন্য এক ফ্যান্টাসির দুনিয়া তৈরি করে গেছেন।
তবে অধিকাংশ পাঠকের সঙ্গে তার পার্থক্য হলো, সেই ফ্যান্টাসির জীবন হেফনার নিজেই যাপন করে গেছেন।
১৯৫০ ও ৬০-এর দশকে অ্যামেরিকানদের মধ্যে নতুন এক প্রজন্ম তৈরি করেছেন যারা ভিন্ন এক স্ট্যান্ডার্ডে জীবনযাপনের মজা নিয়েছেন।

রাজনৈতিক কর্মী এবং মানবপ্রেমিক এই ব্যক্তি শুধুমাত্র একটি ম্যাগাজিন প্রতিষ্ঠা করেননি, তিনি এর মাধ্যমে এক ধরনের লাইফস্টাইল তৈরি করে দিয়েছিলেন।
এছাড়া তাঁর চালু করা প্লেবয়ের জনপ্রিয় ‘বো-টাই পরা র‍্যাবিট’ এর লোগোটি বিংশ শতাব্দীর সবচেয়ে স্বীকৃত একটি ব্র্যান্ড।
হিউ মারস্টন হেফনার ১৯২৬ সালের ৯ এপ্রিল শিকাগোতে জন্মগ্রহণ করেন। তার বাবা-মা দুজনেই ছিলেন শিক্ষক। তার ধর্মীয় দৃষ্টিভঙ্গিও ছিল যথেষ্ট দৃঢ়।
মার্কিন সেনাবাহিনীতে লেখক হিসেবে কাজ করেছেন তিনি।
সাইকোলজি বা মনোবিজ্ঞান নিয়ে স্নাতক পাশ করা হেফনার ‘এসকোয়ার’ নামে একটি মেন’স ম্যাগাজিনের কপিরাইটার হিসেবে কাজ শুরু করেন।
১৯৫৩ সালে প্লেবয় ম্যাগাজিন প্রকাশের উদ্যোগ নেন তিনি, প্রথম প্রকাশনার জন্য ৮ হাজার ডলার ধার করেন হেফনার।
তবে প্রথম সংস্করণটি যদি সময়ের মধ্যে বিক্রি না হয় সেই আশঙ্কায় সে সংস্করণ থেকে তারিখ তুলে নেন হেফনার।

হেফনারের মা এক হাজার ডলার দেন প্রকাশনার জন্য।
“আমি যে উদ্যোগ নিয়েছিলাম সেটাতে তার বিশ্বাস থাকার থেকে বড় কথা ছিল তার ছেলের ওপর মানে আমার ওপর তার অগাধ বিশ্বাস ছিলো” মা সম্পর্কে বলেছিলেন হেফনার।
প্রথমে ম্যাগাজিনের নাম ‘স্ট্যাগ পার্টি’ রাখার পরিকল্পনা ছিল তার, কিন্তু শেষ মুহূর্তে তিনি নাম পরিবর্তন করেন।
“আপনি কি এটা চিন্তা করে পারেন যে ক্লাবগুলোতে শিং পরিহিত একদল মেয়ে ঘুরে বেড়াচ্ছে?”
প্লেবয় এর প্রথম এডিশনে ম্যারিলিন মনরোর কয়েকটি নগ্ন ছবি প্রকাশ করা হয়, যেগুলো ২০০ ডলারের বিনিময়ে কিনেছিলেন হেফনার। ওই ছবিগুলো ১৯৪৯ সালের একটি ক্যালেন্ডারের জন্য তোলা হয়েছিল।
ভাগ্য বা সিদ্ধান্ত যাই বলুন না কেন হেফনারের প্লেবয় প্রকাশনার সময়টা ছিল একদম সঠিক।
মানুষের যৌন আচার আচরণ সম্পর্কিত ব্যবহার, বিশ্বাস ইত্যাদি নিয়ে আলফ্রেড কিনসি’র প্রতিবেদন ছাড়া সেই সময়ে যৌন বিষয়ক কথাবার্তা ছিল একধরনের ‘ট্যাবু’র মতো।