রাবিতে বিশ্ব ভেটেরিনারি দিবস পালিত

রাবি প্রতিনিধি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি এন্ড এনিমেল সায়েন্সেস বিভাগ ও ভেটেরিনারি ছাত্র সমিতি যৌথ উদ্যোগে শনিবার বিশ্ব ভেটেরিনারি দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে র‌্যালি, ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প ও সেমিনারের আয়োজন করা হয়।
বিশ্ব ভেটেরিনারি দিবসের এ বছরের প্রতিপাদ্য ছিল,ÔAntimicrobial Resistance – from Awareness to ActionÕ|।

দুপুরে ভেটেরিনারি এন্ড এনিমেল সায়েন্সেস বিভাগে প্রতিপাদ্যোর উপর একটি সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে বিভাগের সভাপতি ড. এস. এম. কামরুজ্জামানের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন ভেটেরিনারি এন্ড এনিমেল সায়েন্সের প্রফেসর ড. মোঃ জালাল উদ্দিন সরদার এবং সেমিনারে প্রতিপাদ্য বিষয়ের উপর প্রবন্ধ উপস্থাপন করেন বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোঃ গোলবার হোসেন।

এর আগে সকালে বিশ্ববিদ্যালয় সিনেট ভবনের সামনে থেকে একটি র‌্যালী বের করেন বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা। এছাড়া  বিভাগের নারিকেলবাড়ীয়াস্থ ক্যাম্পাসে ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়।