দেশের বাইরে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপনে প্রস্তুতি

মীর আহম্মেদ মীরু, ব্রাজিল থেকেঃ   একুশে ফেব্রুয়ারি বাংলাদেশের জনগণের গৌরবোজ্জ্বল একটি দিন।

এটি শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসাবেও সুপরিচিত।

বাঙালি জনগণের ভাষা আন্দোলনের গৌরবোজ্জ্বল স্মৃতিবিজড়িত একটি দিন হিসেবে চিহ্নিত হয়ে আছে।

১৯৫২ সালের এই দিনে বাংলাকে পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষা করার দাবিতে আন্দোলনরত ছাত্রদের ওপর পুলিশের গুলিবর্ষণে কয়েকজন তরুণ শহীদ হন।

তাই এ দিনটি শহীদ দিবস হিসেবে চিহ্নিত হয়ে আছে।

১৯৯৯ সালের ১৭ নভেম্বর অনুষ্ঠিত ইউনেস্কোর প্যারিস অধিবেশনে একুশে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করা হয় এবং ২০০০ সালের ২১ ফেব্রুয়ারি থেকে দিবসটি জাতিসঙ্ঘের সদস্যদেশসমূহে যথাযথ মর্যাদায় পালিত হচ্ছে।

এছাড়া ২০১০ সালের ২১ অক্টোবর বৃহস্পতিবার জাতিসংঘ সাধারণ পরিষদের ৬৫তম অধিবেশনে এখন থেকে প্রতিবছর একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করবে জাতিসংঘ।

বাংলাদেশে এই দিনটি যথাযথ মর্যাদায় পালিত হলেও যারা দেশের বাইরে প্রবাসে অবস্থান করে তাদের অনেকেই দিবসটি পালনে সকলের প্রবল উদ্যেগ লক্ষ্য করা যায়।

ব্রাজিলে আগামী ২১শে ফেব্রুয়ারি মাতৃভাষা দিবস উপলক্ষে ভাষা শহীদদের স্বরণে দিনটি মর্যাদাপূর্ণ করতে বিভিন্ন কর্মসূচি গ্রহন করা হয়েছে।

তবে ব্রাজিল বাংলাদেশি প্রবাসীদের মুখে জানা যায় – ‘প্রতিবছর আমরা যথাযথ মর্যাদায় মাতৃভাষা দিবস পালন করি। সকলের যার যার অবস্থান থেকে বাঙালী দেশপ্রেমিক প্রবাসীরা শহীদদের স্বরণে দেশের বাইরেও মাতৃভাষা দিবস পালন করে আসছে, কারণ এটা আমাদের বাঙালীদের গর্ব।

ভাষা শহীদদের বিনম্র শ্রদ্ধা জ্ঞাপনে তাদের প্রতি যথাযথ সম্মান ও ভালোবাসার বহিঃপ্রকাশ ঘটাতে সুবিশাল প্রবাসী মিলনমেলা পরিণত হবে বলে আশাবাদী সকলেই।

বিডিসংবাদ/এএইচএস