ল্যাপারোস্কপিক সার্জারি এখন আরো উন্নত ও সহজলভ্য – ডাঃ পি কে সাহা

বিডিসংবাদ প্রতিবেদক

শমরিতায় উন্নত ল্যাপারোস্কপিক সার্জারি বিষয়ক একটি বিশেষ আলোচনাসভার আয়োজন করা হয় ।

২০ জুলাই শনিবার, দুপুর ১২টায় এডভান্সড ল্যাপারোস্কপিক সেন্টার এন্ড হার্নিয়া ক্লিনিকের আয়োজনে রাজধানী ঢাকার পান্থপথে শমরিতা হাসপাতাল লিমিটেডের কনফারেনস রুমে এই আলোচনাসভাটি অনুষ্ঠিত হয় ।

উক্ত অনুষ্ঠানে চেয়ারপার্সন হিসেবে ছিলেন শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ও হাসপাতালের সার্জারী অনুষদের প্রধান ও বাংলাদেশের বিশিষ্ট ল্যাপারোস্কপিক সার্জন প্রফেসর ডাঃ পংকজ কুমার সাহা

ল্যাপারোস্কপিক সার্জারি এখন আরো উন্নত ও সহজলভ্য - ডাঃ পি কে সাহা

ল্যাপারোস্কপি এমন একটি আধুনিক চিকিৎসা পদ্ধতি  যার মাধ্যমে পেটে ছোট একটু ছিদ্র করে সরু একটি ক্যামেরাবিশিষ্ট দূরবীন যন্ত্র ঢুকিয়ে পেটের ভিতরের অধিকাংশ অঙ্গ –প্রত্যঙ্গ বিষদভাবে পরীক্ষা করা হয়। এই চিকিৎসা পদ্ধতি মূলত ল্যাপারোস্কপিক সার্জারি। পিত্তথলির পাথর বা পেটের অন্যান্য অস্ত্রোপচারে এখন ল্যাপারোস্কপিক ব্যবহৃত হচ্ছে।

উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হার্নিয়া সোসাইটি অব বাংলাদেশের সভাপতি প্রফেসর ডাঃ মতিউর রহমান, বিশেষ অতিথি শমরিতা হাসপাতাল লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর ও সিইও ডাঃ এ বি এম হারুন

ল্যাপারোস্কপিক সার্জারি এখন আরো উন্নত ও সহজলভ্য - ডাঃ পি কে সাহা

এছাড়া উপস্থিত ছিলেন ল্যাপারোস্কপিক সার্জারির বিশেষজ্ঞ প্যানেলের চিকিৎসক ডাঃ এস এ এম গোলাম কিবরিয়া, ডাঃ সালেহা বেগম চৌধুরী, ডাঃ মোহাম্মদ শাহাদাত হোসেন এবং ডাঃ মোহাম্মদ মহসেন চৌধুরী।

এ সময় সম্মেলনে আগত অতিথি ও চিকিৎসকদের ক্রেস্ট এবং ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।

ল্যাপারোস্কপিক সার্জারি এখন আরো উন্নত ও সহজলভ্য - ডাঃ পি কে সাহা
বায়ে বিশেষ অতিথি শমরিতা হাসপাতাল লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর ও সিইও ডাঃ এ বি এম হারুনকে ক্রেস্ট প্রদান মুহুর্ত্বে

বিশেষ অতিথির বক্তব্যে ডঃ এ বি এম হারুন বলেন, “উন্নত চিকিৎসা সেবা প্রদান ও নিশ্চয়তায় শমরিতা হাসপাতাল । শুধুমাত্র ব্যবসায়িক স্বার্থে নয়, যেকোন উপায়ে মানব কল্যাণে এগিয়ে আসতে আমরা বদ্ধপরিকর।” একসময় তিনি ডঃ পি কে সাহার চিকিৎসা কর্মকাণ্ড ও অভিজ্ঞতা নিয়ে বিশেষভাবে প্রশংসিত করেন।

ল্যাপারোস্কপিক সার্জারি এখন আরো উন্নত ও সহজলভ্য - ডাঃ পি কে সাহা
ল্যাপারোস্কপিক সার্জারি বিষয়ক বক্তব্য প্রদানে ডাঃ পি কে সাহা

চেয়ারপার্সনের বক্তব্যে ল্যাপারোস্কপিক সার্জন ডাঃ পি কে সাহা বলেন, “ল্যাপারোস্কপিক সার্জারি এখন আরো উন্নত, সহজলভ্য এবং ঝামেলাহীন। বর্তমানে কোনরুপ পার্শপ্রতিক্রিয়া ছাড়াই অত্যাধুনিক প্রযুক্তির মাধ্যমে রোগীর সার্জারি করা হচ্ছে এবং আমরা সফল।

ল্যাপারোস্কপিক সার্জারি এখন আরো উন্নত ও সহজলভ্য - ডাঃ পি কে সাহা
র‍্যাফেল ড্র’তে ১ম বিজয়ীকে পুরষ্কার প্রদান মুহুর্ত্বে

সবশেষে উপস্থিত চিকিৎসক ও অতিথিবৃন্দের মধ্যাহ্ন ভোজ ও মনোজ্ঞ র‍্যাফেল ড্র-এর আয়োজনের মধ্য দিয়ে এই সম্মেলনটির ইতি ঘটে।

বিডিসংবাদ/এএইচএস

ল্যাপারোস্কপিক সার্জারি এখন আরো উন্নত ও সহজলভ্য - ডাঃ পি কে সাহা