পুলিশি বাধায় রাস্তায় বিএনপির সম্মেলন

লালমনিরহাটের আদিতমারীতে পুলিশি বাধার মুখে রাস্তায় দাঁড়িয়ে সম্মেলন করেছে বিএনপি।

শনিবার বিকাল ৫টার দিকে লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কের পাশে অবস্থিত উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনে দ্বি-বার্ষিক ওই সম্মেলেন উদ্বোধন করেন বিএনপির কেন্দ্রীয় নেতা সাবেক উপমন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু।

এসময় পুলিশের কঠোর নজরদারিতে থাকা নেতাকর্মীরা মহাসড়কের দু’ধারে দাঁড়িয়ে ওই সম্মেলনে অংশ নেয়। এর আগে শুক্রবার রাতে বিএনপির সম্মেলন উপলক্ষে আদিতমারী জিএস উচ্চ বিদ্যালয় মাঠে নির্মাণাধীন সভামঞ্চ ভেঙে দেয় পুলিশ। ফলে শনিবার বিকালে দলীয় কার্যালয়ে ওই সম্মেলন শুরু করে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। কিন্তু দলীয় কার্যালয়ে পর্যাপ্ত জায়গার অভাবে কয়েক হাজার নেতাকর্মীকে রাস্তায় দাঁড়িয়ে ওই সম্মেলনে অংশ নিতে দেখা গেছে।

আদিতমারী উপজেলা বিএনপির আহ্বায়ক আমিনুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ও জেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু।

সম্মেলনে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক হাফিজুর রহমান বাবলা, সাবেক এমপি ও বিএনপি নেতা সালেহ উদ্দিন আহমেদ হেলাল, আদিতমারী উপজেলা চেয়ারম্যান আইয়ুব আলী, সদর উপজেলা চেয়ারম্যান একেএম মমিনুল হক, জেলা মহিলা দলের সভাপতি অ্যাডভোকেট জিন্নাত আরা রোজি, সম্মেলন কমিটির সদস্য সচিব ও দুর্গাপুর ইউনিয়ন চেয়ারম্যান ছালেকুজ্জামান প্রামাণিক, জেলা সেচ্ছাসেবক দলের সভাপতি হাবিবুর রহমান হাবিব, জেলা ছাত্রদলের সভাপতি মহিউদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক আনিছুর রহমান, সাংগঠনিক আসাদুল ইসলাম প্রামাণিক, আদিতমারী উপজেলা ছাত্রদলের সভাপতি আব্দুর রউফ রুবেল প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্য বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক উপমন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু বলেন, আমরা আদিতমারী জিএস উচ্চ বিদ্যালয় মাঠে সম্মেলন করব বলে সেখানকার কর্তৃপক্ষের কাছে যথানিয়মে অনুমতিপত্রসহ জায়গা বরাদ্দ নিয়েছিলাম। সে অনুযায়ী সেখানে সভামঞ্চ তৈরি করা হয়েছিল। কিন্তু শুক্রবার রাতে পুলিশ তা ভেঙে দিয়েছে।