সাংবাদিক জুটন চৌধুরীর শারীরিক অবস্থার অবনতি

আহমেদ তেপান্তর, ঢাকা: দেশের বিশিষ্ট বিনোদন সাংবাদিক জুটন চৌধুরীর শারীরিক অবস্থার অবনতি হয়েছে। তার শারীরিক অবস্থা আকস্মিক অবনতি ঘটায় আজ (২৫ ফেব্রুয়ারি) সকালের ফ্লাইটে তাকে ইন্ডিয়া নেয়া হয়েছে। ক’দিন আগেই কলকাতা এপোলো হাসপাতাল থেকে তাকে কেমোথেরাপির প্রথম ডোজ দেয়া হয়েছিল। ১৭ ফেব্রুয়ারি ঢাকায় ফিরে আসার পর হঠাৎ অসুস্থ হয়ে পড়েন।

এরআগে গত ১৪ ফেব্রুয়ারি জুটন চৌধুরী সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি স্ট্যাটাস দেন তাতে তিনি লিখেন- ‘কলকাতার অ্যাপোলো হাসপাতালে ভর্তি হলাম। বেডে শুয়ে শুয়ে ভাবছি কতক্ষণে শেষ হবে চিকিৎসার পর্ব। আজ প্রথম। এভাবে ২১ দিন পরপর ছয়বার ভর্তি হতে হবে। আর প্রতিবারই আশীর্বাদ চাইবো। আশীর্বাদ করবেন সবাই।’

জানা গেছে, জুটন চৌধুরী আজ ভারত যাত্রার আগে বন্ধু-কলিগ আর মিডিয়ার সকল শুভাকাংখীর দোয়া ও ভালোবাসা চেয়েছেন। অসুস্থতাকালীন তার প্রতি ভাতৃত্ব প্রতীম ভালোবাসাময় সহযোগিতার হাত বাড়িয়ে দেয়ায় সাংবাদিক নেতা মোল্লা জালাল,শাবান মাহমুদ, সোহেল হায়দার চৌধুরী, মনিরুল ইসলাম, শপথ চৌধুরী, কামরুজ্জামান বাবুর প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানিয়েছে জুটন। সেই সংগে তাদের প্রতিও ধন্যবাদ জানিয়েছে,যারা তার খোঁজ-খবর নিয়েছেন।

জুটন আরো বলেছে, কেউ যেন তাকে নিয়ে কোন মিথ্যা প্রচারনা না চালায়। কেউ যেন তার অসুস্থতাকে পুঁজি করে কোন ধরনের ফায়দা নেয়ার চেষ্টা না করেন সেদিকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন। তিনি আরো বলেছেন,‘নিজের একান্ত ব্যক্তিগত,ভাই-বোন,আত্মীয় স্বজন আর কিছু সুহৃদ এর সহযোগিতার উৎস থেকে তার চিকিৎসা ব্যয় চলছে। প্রয়োজনে নিজের শেষ সম্বল দিয়ে হলেও নিজের চিকিৎসা করাবে,কিন্তু কারো মিথ্যা আশ্বাস বা অনুকম্পা নিয়ে তার চিকিৎসা নেয়ার ইচ্ছে নেই। ‘

সাংবাদিক বন্ধুদের উদ্দেশ্যে জুটন বলেছেন, ‘আপনারা আমার জন্যে দোয়া করবেন, আপনাদের শুভ কামনা, দোয়া, ভালোবাসাই আমার বিপদের দিনের বড় অবলম্বন। চিকিৎসা শেষে দ্রুত আরোগ্য লাভ করে সাংবাদিকতায় ফিরে আসার দৃঢ় প্রত্যয়ী জুটন বলেছে,নিজের অসুস্থতার মধ্য দিয়ে আমি উপলব্ধি করলাম-আমরা সাংবাদিকরা কতটা অসহায়। কাছের আর চিরচেনা মানুষগুলো কেমন পর আর অচেনা হয়ে যায়। তাই ঈশ্বরের কৃপায় সবার মাঝে আমি ফিরে এসে আমাদের সাংবাদিক বন্ধুদের জন্যে কমপক্ষে এক কোটি টাকার একটি চিকিৎসা ফান্ড গঠন করার ইচ্ছে আছে। আশা করবো-এমন মহতী কাজে আপনাদের সবাইকে কাছে পাবো।’