প্রকাশ পেলো নজরুল ইসলাম বাবু স্মারকগ্রন্থ

‘সবকটা জানালা খুলে দাওনা/ আমি গাইবো বিজয়ের গান, একটি বাংলাদেশ / তুমি জাগ্রত জনতার, /আমায় গেঁথে দাও না মাগো’ এমন মন ছুঁয়ে যাওয়া গানগুলো লিখে গেছেন নজরুল ইসলাম বাবু। তিনি মারা যান ১৯৯০ সালের ১৪ সেপ্টেম্বর। তাঁর মৃত্যুর ২৭ বছর পর এই স্বাধীনতার মাসেই প্রকাশ পেলো- ‘নজরুল ইসলাম বাবু স্মারকগ্রন্থ’।

সংকলনটি সম্পাদনা করেছেন মোহাম্মদ রফিকুজ্জামান। আর তার সাথে রয়েছেন শাহীন আক্তার, ওবায়দুর বেলাল এবং শাফাত খৈয়ম।

দশ ফর্মার এই সংকলনে কুড়ি জনের স্মৃতিচারণ, মূল্যায়ন আছে। সেই সাথে যুক্ত হয়েছে বাবুর দুর্লভ কিছু আলোকচিত্র এবং পঞ্চাশটি জনপ্রিয় গান।