বিডিসংবাদ ডেস্কঃ বর্তমানে দিন দিন রূপচর্চা এবং সৌন্দর্য বৃদ্ধিতে ক্রমশ মানুষের আগ্রহ বাড়ছে । বিশেষ করে বিয়ে, জন্মদিন বা যেকোন পার্টি প্রোগ্রামে এমনকি সোশ্যাল মিডিয়ায় হরহামেশায় নিজেকে তুলে ধরার জন্য মানুষ নানা রঙে ঢঙ্গে সাজিয়ে তুলছে।
সৌন্দর্য্য প্রেয়সী মানুষের যেমন সৌন্দর্য চর্চায় আগ্রহ বাড়ছে ঠিক তেমনি এই রূপ চর্চায় কারিগরি দক্ষ আর্টিস্টদেরও চাহিদা বাড়ছে দিনকে দিন। যেহেতু এটি একটি আর্ট এবং সৃজনশীল চিন্তার প্রয়োজন পড়ে তাই এখানেও প্রতিভার বেশ কদর রয়েছে বটে, তাই প্রতিভার দিক থেকে কে সেরা এবং কোয়ালিটির দিক থেকে মানের সেটাও দেখার বিষয়।
দেশের অজস্র মেকআপ আর্টিস্টদের ভিড়ে বর্তমানে ভালো একটি অবস্থান করে নিয়েছে বিউটিশিয়ান এবং মেকাপ আর্টিস্ট আফরোজা শারমিন সানিকা।

২০১৬ সালের ডিসেম্বর থেকে যাত্রা শুরু করা সানিকা’স মেকওভার বিজনেস প্রোফাইলটি বর্তমানে বেশ নামডাক কুড়িয়েছে বলা যায়। সমাজের উচ্চবিত্ত থেকে শুরু করে বিভিন্ন শ্রেনী পেশার মানুষ বিয়ে ও বিভিন্ন পার্টি প্রোগ্রামের জন্য তাঁর কাছ থেকে সাজ নিচ্ছে।
এরি মধ্যে ক্লাইন্টদের কাছ থেকে তাঁর শিল্পের কদরে বরাবর ই প্রশংসিত হচ্ছেন সানিকা।
এই নিয়ে আফরোজা শারমিন সানিকা বলেন, “রূপচর্চা এবং সাজ আমার অনেক ভালো লাগে, একসময় নিজের উপর প্রয়োগ করতে করতে একরকম নেশা থেকেই পেশা হিসেবে বেঁচে নিয়েছি এটাকে। সম্পুর্ণ নিজের ইচ্ছায় এবং অনুপ্রেরণায় এমন একটি উদ্যোগ নেওয়া, যার জন্য আমাকে অনেক বাঁধার সম্মুখীনও হতে হয়েছে।
তবুও সকল প্রতিবন্ধকতা এড়িয়ে নিজে সাবলম্বী ও সফল নারী হিসেবে প্রতিষ্ঠিত হবার প্রত্যয় নিয়ে কাজ করে যাচ্ছি। ইনশাল্লাহ সবার দোয়া এবং ভালোবাসায় আমার লক্ষ্য অর্জন করতে পারবো।
আমার এখানে বর্তমানে পার্টি সাজ থেকে শুরু করে আধুনিক এক্সক্লুসিভ এইচডি ব্রাইডাল সাজ দেওয়া হচ্ছে। এছাড়া হলুদ,বিয়ে, বউভাত, জন্মদিন ছাড়াও অফিসের মিটিং, বিভিন্ন শুটের জন্য কাজ করা হচ্ছে এবং বুকিং নেওয়া হচ্ছে।”

বর্তমানে সানিকা তাঁর সানিকা’স মেকওভারে যেসকল প্যাকেজ মূল্যে সার্ভিস দিচ্ছে…
- পার্টি মেকাপের জন্য ১৫০০/- থেকে ৩০০০/- মূল্যের ফুল প্যাকেজ ।
- এবং ব্রাইডাল এর ক্ষেত্রে ৫০০০/- থেকে ১৫০০০/- পর্যন্ত ফুল প্যাকেজ ।
- এবং রয়েছে ত্বকের, চুলের ও শরীর চর্চার বিভিন্ন প্যাকেজ ও সার্ভিস।
সানিকা’স মেকওভারের বিশেষত্ব হচ্ছে মেকাপের জন্য যেসকল প্রোডাক্ট ব্যবহার করা হচ্ছে তাঁর বেশিরভাগ ই সরাসরি আমদানিকৃত অথেনটিক বিদেশী ব্র্যান্ড এর প্রোডাক্টস।

সানিকা জাতীয়ভাবে মেকাপ এবং বিউটি নিয়ে অফিশিয়ালি প্রশিক্ষিত এবং সার্টিফাইড । সম্প্রতি গত বছর ২০২২ এ আয়োজিত এবং সোশ্যাল মিডিয়ায় আলোচিত ন্যাশনাল মেকওভার পেজেন্টের একটি মেকাপ ও বিউটি প্রতিযোগিতায় সে সেরা ২০ এর মধ্যে ৩য় স্থান অধিকার করে।
এছাড়াও সরকারী উদ্যগে সে বিশেষ বিউটিফিকেশন কোর্সের মাধ্যমে এর দক্ষতার সাথে বিউটিশিয়ানের খ্যাতিও অর্জন করে।
বিডিসংবাদ/এএইচএস