রক্তশূন্যতা বা অ্যানিমিয়া কী এবং কারণ

অধ্যাপক ডাঃ মোঃ মাহবুবুর রহমান

স্বাস্থ্য ও চিকিৎসাঃ

রক্তশূন্যতা বা রক্তস্বল্পতা বা অ্যানিমিয়া আমাদের দেশের নারীদের কাছে একটি অতি পরিচিত নাম। শুধু নারী কেন পুরুষেরাও অ্যানিমিয়ার শিকার হয়ে থাকেন। তবে সার্ভেতে দেখা গিয়েছে নারীদের সংখ্যাটাই যেন বেশি। আপনার শরীরের রক্তে যখন রেড ব্লাড সেল বা হিমোগ্লোবিন কমে যায় তখন সেই অবস্থাকে রক্তশূন্যতা বা অ্যানিমিয়া বলে।

রক্তশূন্যতা বা রক্তস্বল্পতার কারণে শরীরে নানা সমস্যা দেখা দেয় সেগুলো হলঃ

  • শরীরের বিভিন্ন অঙ্গ প্রতঙ্গে অক্সিজেন সরবরাহে ঘাটতি দেখা দেয়|
  • শরীর দুর্বলতা, অবসাদগ্রস্ততা, ঝিমুনি, কাজের প্রতি অনীহা এবং অল্প পরিশ্রমে ক্লান্ত বোধ হয়|
  • ক্ষুধামন্দা হতে পারে।
  • মেজাজ খিটখিট ।
  • লেখাপড়া ও কাজের প্রতি অমনোযোগিতা হওয়াসহ স্মৃতিশক্তি কমে যেতে পারে|
  • ধৈর্যশক্তি  ও  সহনশীলতা কমে যায়|
  • মারাত্মক রক্তস্বল্পতার কারণে  মহিলাদের মাসিক অনিয়মিত হওয়া অথবা একেবারে বন্ধ হয়ে যেতে পারে।
  • সন্তান জন্মদানের ক্ষমতা হ্রাস পেতে পারে ।
  • রোগ প্রতিরোধ ক্ষমতা হ্রাস পায়।
  • শরীরের যেকোনো সঙ্গে স্বাভাবিক কার্যক্ষমতা হ্রাস পেতে পারে।
অধ্যাপক ডাঃ মোঃ মাহবুবুর রহমান
রক্তরােগ ও রক্তক্যান্সার বিশেষজ্ঞ
এমবিবিএস, এফসিপিএস, এফএসিপি, এফআরসিপি  
শমরিতা হাসপাতাল লিমিটেড  রােগী দেখার সময়ঃ 
বিকাল বিকাল ৫টা থেকে ৭টা , শনি, মঙ্গল, বৃহস্পতি, রুম নং- ১৩ নতুল ভবন (৩য় তলা),  
যােগাযােগ টেলিফোনঃ ০২-৪৮১১৭৬১৮১(এক্সঃ ২০৬)

বিডিসংবাদ/এএইচএস

রক্তশূন্যতা বা অ্যানিমিয়া কী এবং কারণ