ইউক্রেনে গোলাবারুদ সংরক্ষণাগারে ভয়াবহ বিস্ফোরণ

ইউক্রেনের পূর্বাঞ্চলের এক গোলাবারুদ সংরক্ষণাগারে ধারাবাহিকভাবে ব্যাপক বিস্ফোরণ শুরু হওয়ায় স্থানীয় প্রায় ২০ হাজার মানুষকে সরিয়ে নেয়া হয়েছে।

রাশিয়া সমর্থিত বিচ্ছিন্নতাবাদীদের বিরুদ্ধে যুদ্ধের অবস্থান থেকে প্রায় ৬০ মাইল দূরের খারকিভের নিকটে বালাকলিয়া বেসক্যাম্পে এই বিস্ফোরণ ঘটে।ক্যাম্পটিতে ক্ষেপণাস্ত্র ও গোলাবারুদসহ কয়েক হাজার টন আর্টিলারি অস্ত্রসামগ্রী সংরক্ষণ করে রাখা হয়েছিলো বলে ধারণা করা হচ্ছে।

তবে ভয়াবহ এ বিস্ফোরণের পরপরই উদ্ধারকারী দল দ্রুত এখানকার বসবাসকারী বিশাল সংখ্যক মানুষকে অন্যত্র সরে যেতে উদ্বুদ্ধ করেছে।

দেশটির সামরিক বাহিনীর বরাতে বলা হয়েছে যে, গোলাবারুদ মজুদের এ ড্যামটি প্রায় ৩৫০ হেক্টর জায়গাজুড়ে বিস্তৃত। এখান থেকেই প্রয়োজন মাফিক যুদ্ধোপকরণ দেশটির অন্যান্য সামরিক ইউনিটে সরবরাহ করা হতো বলেও জানান তারা।
এর আগে, ২০১৫ সালেও স্থানটিতে একবার বিস্ফোরণের ঘটনা ঘটেছিলো। তবে সেটি এতোটা ভয়াবহ মাত্রার ছিলো না বলে জানানো হয়েছে। বিবিসি।