অপেক্ষা

অপেক্ষা - তানজিন তামান্না অর্ণা

তানজিন তামান্না অর্ণা

একটা অপেক্ষা
দেখছি হেঁটে যাচ্ছে
শূন্যতার টিপ পরে
পা থেকে আলতাটুকু
সময়ের ঘর্ষণে মুছে যাচ্ছে
পথের শেষ নেই
সেকেন্ডের কাটায় ঘুরছে মায়া
শুনেছিলাম মায়া সব ভুলতে বসেছে
তবে স্মৃতি ভ্রষ্ট নয়
মস্তিষ্কের নিউরনে স্মৃতিদের
ভীষণ বিক্ষোভ চলছে নাকি
কারো ফেরার তাড়া নেই
প্রেম চলে গেছে
বেদনার বন্দনা ছেড়ে
তবু অপেক্ষার চোখ খুঁজে ফেরে ছায়াকে
কান খাড়া করে রাখে
কেউ তো বলুক চুপিসারে
ভালোবাসি তোমাকে…!!