চট্টগ্রামে আদালত ভবনের মালাখানায় রক্ষিত পেট্টোল বোমা থেকে অগ্নিকান্ড

চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রাম আদালত ভবনের দ্বিতীয় তলায় অবস্থিত মহানগর পুলিশের মালখানায় আগুন লেগে পুড়ে গেছে সেখানে রক্ষিত পুরাতন মালামাল। আজ সোমবার বেলা আড়াইটার দিকে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে।

খবর পেয়ে নন্দন কান স্টেশন থেকে ফায়ার সার্ভিসের দুটি গাড়ি আদালত ভবনে ছুটে গেলেও ততক্ষণে উপস্থিত পুলিশ আদালতের লোকজন অগ্নি নির্বাপক সিলিন্ডারে মাধ্যমে আগুন নিভিয়ে ফেলে।

বিষয়টি নিশ্চিত করে মেট্টো মালখানার দায়িত্বে থাকা (তত্বাবধায়ক) এসআই সাঈদ জানান, বিভিন্ন মামলায় জব্দ করা মালামাল রয়েছে আদালত ভবনের ত্বিতীয় তলায় মালখানায়। সেখানে মামলার আলামত হিসেবে রাখা পেট্টোল বোমার সাথে বৈদ্যুতিক শর্ট সার্কিট হয়ে আগুন লেগে যায় বেলা আড়াইটার দিকে। তবে তা দ্রুত  নিভিয়ে ফেলা হয়েছে। বড় ধরণের কোন ক্ষয়ক্ষতি হয়নি।

বিষয়টি নিশ্চিত করে আগ্রাবাদ ফায়ার স্টেশনের অপারেটর বিপ্লব বড়ুয়া বলেন, দুপুর ২টা ৩৫ মিনিটের দিকে আদালত ভবনের পুলিশের মালখানায় আগুন লেগেছে এমন খবর পেয়ে দুটি গাড়ি ঘটনাস্থলে গেলেও তার আগে আগুন স্থানীয়রা নিভিয়ে ফেলেছে। আমরা এ ব্যাপারে বিস্তারিত জানি না।