চট্টগ্রাম শহরের বাকলিয়ায় অগ্নিকান্ডে নিহত ১

চট্টগ্রাম প্রতিনিধি:
চট্টগ্রাম মহানগরীর বাকলিয়া থানাধেীন বাকলিয়াস্থ কে বি আমান আলী রোড়ের একটি ৪ তলা ভবনে অগ্নিকান্ডের ঘটনায় একজনের মৃত্যু হয়েছে।

বুধবার রাত ১০ টার দিকে তনিমা ভনের নীচ তলায় তেলের দোকান থেকে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। আগুনে দগ্ধ হয়ে পরিতোষ (৪২) নামে ঐ তেলের দোকানদারের মৃত্যু হয়েছে বলে স্থানীয়রা জানায়। অগ্নিকান্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৩টি স্টেশন থেকে ১০টি গাড়ি ছুটে গিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালাচ্ছে।

ফায়ার সার্ভিসের উপ সহকারী পরিচালক জসিম উদ্দিন বাকলিয়ার একটি বহুতল ভবনে অগ্নিকান্ডের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ভবনের নীচে তেলের দোকান থেকে আগুন লাগলে পুরো ৪ তলা ভবনে ছড়িয়ে পড়ে আগুন। এতে তেলের দোকানের কর্মচারী পরিতোষকে অগ্নিদ্বগ্ধবস্থায় আমরা উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। পরে পুলিশ তার লাশ থানায় নিয়ে গেছে শুনেছি।
আগুন আতংক হয়ে ভবনের ৯টি পরিবার আটকা পড়ে। ফায়ার সার্ভিস কর্মীরা তাদের নিরাপদে উদ্ধার করেছে।

অগ্নিকান্ডের পরপরই নগরীর লামার বাজার, নন্দনকানন, আগ্রবাদ স্টেশনে থেকে ৪টি ইউনিটের ১০টি গাড়ি আগুন নির্বাপণে অংশ নেয়।