চাঁপাইনবাবগঞ্জ ল স্টুডেন্টস এসোসিয়েশনের আলোচনা সভা

রাবি প্রতিনিধি: ‘সমতা সুশাসন ন্যায়বিচার’ শ্লোগানকে সামনে রেখে রাজশাহীতে চাঁপাইনবাবগঞ্জ জেলার আইন বিভাগের শিক্ষার্থীদের নিয়ে সংগঠন ল স্টুডেন্টস এসোসিয়েশন এর পরিচিতি পর্ব ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার বেলা ১২ টার দিকে পদ্মা গার্ডেনের কফিবার রেস্টুরেন্টে এ সভা অনুষ্ঠিত হয়।

নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির আইন বিভাগের শিক্ষার্থী ও এসোসিয়েশনের সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম জয়ের সঞ্চালনায় ও রাজশাহী বিশ্ববিদ্যালয় আইন বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী সুলতান মাহমুদ শফিউল্লাহ সভাপতিত্বে বক্তব্য রাখেন, চাঁপাইনবাবগঞ্জ মেডিকেল এন্ড ডেন্টাল স্টুডেন্টস এসোসিয়েশন এর প্রতিষ্ঠাতা আহ্বায়ক ডাঃ সাইফ জামান আনন্দ, প্রতিষ্ঠাতা যুগ্ম আহ্বায়ক ডাঃ তৌহিদুল ইসলাম সুজন, মেডিকেল এন্ড ডেন্টাল স্টুডেন্টস এসোসিয়েশন এর সভাপতি আতিকুর রহমান, সাধারণ সম্পাদক ওয়াহিদ আনসারী, ইঞ্জিনিয়ারিং স্টুডেন্টস এসোসিয়েশন সভাপতি আব্দুল আওয়াল তুষার, সাধারণ সম্পাদক ইসমাইল হক ফরিদ, যুগ্ম সাধারণ সম্পাদক জসীম উদ্দীন, ওয়ার্ল্ড এন্টি-টেরোরিজম এর সম্মানিত সভাপতি শাহাদত হোসেন শাওন, সাধারণ সম্পাদক ইমতিয়াজ আহমেদ লিটন, রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের সভাপতি রবিউল ইসলাম তুষার, সাধারণ সম্পাদক মানিক রাইহান বাপ্পী প্রমুখ।

এসময় বক্তারা বলেন, বর্তমানে যতগুলি আতœনির্ভরকেন্দ্রিক পেশা রয়েছে তার মধ্যে আইন পেশা অন্যতম। এটি খুবই গুরুত্বপূর্ণ পেশা। কেননা অন্য পেশার তুলনায় এ পেশায় সমাজের অবহেলিত, নির্যাতিত মানুষের পাশে দাঁড়ানোর বেশি সুযোগ রয়েছে। জেলার প্রত্যন্ত অঞ্চলের মানুষদের দেশের প্রচলিত আইন সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করলে মানুষের অপরাধ কমে আসবে।

অপরদিকে অপরাধ কম হলে শিক্ষিত সমাজ তৈরিতে সহায়তা করবে। অথ্যাৎ এক কথায় বলা যায়, জেলার উন্নয়নের জন্য আইনজীবীর বিকল্প নেয়। জেলার উন্নয়নের স্বার্থে সকল ভেদাভেদ ভুলে গিয়ে আইনজীবী সমাজকে একসাথে কাজ করতে হবে। তাহলে সকল জেলার মধ্যে মডেল জেলা হিসেবে দাঁড়াবে চাঁপাইনবাবগঞ্জ জেলা।