নরসিংদী দৈনিক ইত্তেফাক’র প্রতিষ্ঠাতা ও সম্পাদকের ৪৯তম মৃত্যুবার্ষিকী পালিত

নরসিংদী প্রতিনিধিঃ  নরসিংদীতে দেশের অন্যতম সংবাদপত্র দৈনিক ইত্তেফাক’র  প্রতিষ্ঠাতা সম্পাদক কিংবদন্তী সাংবাদিক মরহুম তফাজ্জল হোসেন মানিক মিয়ার ৪৯তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে।

নরসিংদী প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সম্পাদক, একাধিকবাবের সাবেক সভাপতি ইত্তেফাক’র জেলা প্রতিনিধ বাবু নিবারন চন্দ্র রায়’র সভাপতিত্বে অনাড়ম্বর অনুষ্ঠানে   প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য, গেরিলা মুক্তিযোদ্ধা ও বিশিষ্ট শিক্ষক নেতা বাবু রঞ্জিত কুমার সাহা ।

নরসিংদী প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সম্পাদক, একাধিকবাবের সাবেক সভাপতি ইত্তেফাক’র জেলা প্রতিনিধ বাবু নিবারন চন্দ্র রায়’র উদ্যোগে জেলা শিক্ষক সমিতির কার্যালয়ে দেশের অন্যতম সংবাদপত্র দৈনিক ইত্তেফাক’র  প্রতিষ্ঠাতা সম্পাদক কিংবদন্তী সাংবাদিক মরহুম তফাজ্জল হোসেন মানিক মিয়ার ৪৯তম মৃত্যুবার্ষিকী উদযাপনে আলোচনা সভা, দোআ ও ইফতার মাহফিল’র  আয়োজন করা হয়েছে।

১ জুন শুক্রবার বিকেলে নরসিংদী ষ্টেশন রোডে জেলা  শিক্ষক সমিতির কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানের মধ্য দিয়ে দেশের অন্যতম সংবাদপত্র দৈনিক ইত্তেফাক’র  প্রতিষ্ঠাতা সম্পাদক কিংবদন্তী সাংবাদিক মরহুম তফাজ্জল হোসেন মানিক মিয়ার ৪৯তম মৃত্যুবার্ষিকী পালিত হয়। অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিশিষ্ট রাজনৈতিক অধ্যাপক অহিভূষন চক্রবর্তী, জেলা ঐক্যন্যাপ সাধারন সম্পাদক চিত্তরঞ্জন সাহা, ঐক্যন্যাপ নেতা কালিপদ দাস, নাসির উদ্দিন, মাদারস ডেভেলপমেন্ট সোসাইটি-এমডিএস’র নির্বাহী পরিচালক সাংবাদিক ফাহিমা খানম, নরসিংদী প্রেসক্লাবের সাবেক সাধারন সম্পাদক মাজহারুল পারভেজ মন্টি, দৈনিক ইত্তেফাকের শিবপুর প্রতিনিধি স্বপন মিয়া, নরসিংদী প্রেসক্লাবের সাবেক  কোষাধ্যক্ষ্য প্রবীন সাংবাদিক এম, এ সালাম রানা, সম্মিলিত সামাজিক আন্দোলন’র সংগঠক মানিক সূত্রধর,  সহকারি প্রধান শিক্ষক সামসূল হক  প্রমূখ।