শতক হাতছাড়া হওয়ায় হতাশ সাকিব

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

অনেক দিন হয়ে গেল সাদা পোশাকে শতক হাঁকানো হয় না সাকিব আল হাসানের। সময়ের হিসাবে ছয় বছর৷ যদিও আজ সুযোগ এসেছিল, খুব কাছেও পৌঁছে গিয়েছিলেন সাকিব৷ তবে তা আর হয়নি, ৮৭ রানে থামতে হয়েছে তাকে।

বুধবার (৫ এপ্রিল) শতক করবেন বলে আশাবাদী ছিলেন সাকিব আল হাসান। তিনি নিজেই নাকি বোর্ড প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপনকে বলেছিলেন, এই টেস্টে দ্রুততম সেঞ্চুরি হাঁকাবেন! দিনশেষে সংবাদ সম্মেলনে এসে পাপন বলেন, ‘আমাকে সাকিব আগেই বলেছিল যে দ্রুততম সেঞ্চুরি করবে। আমি আবার ওকে বলেছিলাম এই এসব চলবে না, আগে ফিফটি কর। তাড়াহুড়া করো না। ও ভালো খেলেছে কিন্তু সেঞ্চুরিটা হলো না। ১৩ রান দূরে থেকে গেল।’

আইরিশ অফ স্পিনার অ্যান্ডি ম্যাকব্রাইনের অফ স্টাম্পের বাইরে করা বল খেলতে গিয়ে সাকিব ক্যাচ দিয়েছেন উইকেটরক্ষকের কাছে। এর ফলেই সেঞ্চুরি পাওয়া হয়নি তার। বিষয়টা বেশ পীড়া দিচ্ছে সাকিব আল হাসানকে। ম্যাচ শেষে ব্যাটিং কোচ জেমি সিডন্সও জানিয়েছেন তার চেয়ে বেশি হতাশ সাকিব নিজেই।

সিডন্স বলেছেন, ‘আউটটা হতাশাজনক তার জন্য। সাকিবই বেশি হতাশ। যদিও সে অসাধারণ ছিল। দ্রুত রান করেছে, আকাশে বল মারেনি। আমার মনে হয় সেই আজকে আমাদের সেরা ব্যাটার ছিল। খুবই নিয়ম মেনে খেলেছে। আমরা ৩ উইকেট হারিয়ে ফেলেছিলাম, এরপর সে দারুণভাবে তুলে এনেছে। একসাথে বড় জুটি গড়েছে আর খুবই ভালো অবস্থানে নিয়ে এসেছে।’

জেমি সিডন্স আরো বলেন, ‘আমার মনে হয় সাকিব যেভাবে চেয়েছে সেভাবেই খেলেছে। পুরো ইনিংস জুড়েই সুইপ শট ভালো খেলেছে। কিন্তু ওই ট্যাকটিকস প্রয়োগ করার পর সম্ভবত এটা ভুল শট ছিল। ব্যাটিংয়ে একটি ভুল করলেই আপনি আউট। তবে দলের প্রতি তার অবদানে আমরা খুশি। আমি নিশ্চিত সে একটা সেঞ্চুরি পেতে চাইবে।’

বিডিসংবাদ/এএইচএস