সিরাজগঞ্জে রাতে বাঁধ ভেঙ্গে পানি লোকালয়ে হাজার হাজার মানুষ আতংকে দিশেহারা!!

সিরাজগঞ্জ সংবাদদাতা: সিরাজগঞ্জ সদর উপজেলার রতনকান্দি ইউনিয়নের বাহুকা এলাকায় নির্মাণাধীন নদী তীর রক্ষা বাঁধে ভাঙ্গন দেখা দিয়েছে।
বৃহস্পতিবার (১৩ জুলাই) রাত সাড়ে ৮টার দিকে এ ভাঙ্গন দেয়ার মুহুর্তের মধ্যেই প্রবল বেগে পানি লোকালয়ে প্রবেশ করছে।

স্থানীয়রা জানান, বৃহস্পতিবার রাতে যমুনা নদীর পানির প্রবল চাপে রাতে রিং বাঁধটি ভেঙ্গে যায়। এতে বাহুকা, ইটালি, সিমলা, বালিঘুগরি, চিলগাছা, ভেওয়ামারা, গজারিয়াসহ ও পাঁচ ঠাকুরীসহ অন্তত ২০টি গ্রামের মানুষ বন্যার আশংকার মধ্য রয়েছে। আতংকিত হয়ে এসব অঞ্চলের মানুষ রাতেই বাড়িঘর সরিয়ে অন্যত্র নিয়ে যাচ্ছে।
সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের উপ-সহকারী প্রকৌশলী রনজতি কুমার সরকার জানান, স্থানীয়দের কাছ থেকে বাঁধ ভাঙ্গার খবর পেয়েছি। তবে সেখানে হাজার হাজার মানুষ উপস্থিত রয়েছে। এ কারণে ঘটনাস্থলে আমরা যাই নি। শুক্রবার সকালে পরিস্থিতি পর্যবেক্ষণ করে ব্যবস্থা নেয়া হবে।

সিরাজগঞ্জ স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক আবু নুর মো. শামছুজ্জামান জানান, নব নির্মিত রিংবাঁধটি ভেঙ্গে যমুনার পানি লোকালয়ে ঢুকে পড়েছে। তবে রাতের অন্ধকারের কারণে বাঁধ ভাঙ্গার সঠিক পরিমাণ নির্ধারণ করা যায়নি।

খবর পেয়ে জেলা প্রশাসক কামরুন নাহার সিদ্দিকাসহ জেলা প্রশাসনের উর্দ্ধতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করছেন।