“স্মৃতি”

কবি- হাসিনা মরিয়ম:
যে চলে গেছে যাক..শুধু
স্মৃতি অমর এইটুকু থাক..
আজ আমি আমার পৃথিবী সাজিয়েছি
আমারই মত করে..
স্মৃতির প্রজাপতিরা রং মেলে উড়ে বেড়ায়
আমার চারপাশে..
আমার এই পৃথিবীতে আমি আছি
আমার একাকিত্বে আমার নিরবতায়...
যখন এক পশলা বৃষ্টি ভিজিয়ে দিয়ে যায় আমাকে..
যখন একটুকরো হিমেল হাওয়া
আমাকে স্পর্শ করে যায়..
শিহরিত হই আমি..
অনুভব করি তোমাকে আমার চারপাশে..
নিবীড় ভালবাসায় বিমোহিত হই..
জেগে উঠি আমি আলোর ঝলকানিতে..
জেগে দেখি কেউ নেই কিছু নেই..
যেমনটি কখনও কেউ ছিলনা..
হাতড়াতে থাকি স্মৃতির পাতায় সেই মুখ
মনে পড়ে না..
অস্পষ্ট সেই মুখ কখনও মনে করতে পারিনা আমি..
এখন যা কিছু শুধুই আমার
তা শুধু তোমার স্মৃতি...।।

বিডিসংবাদ/এএইচএস