১০ ডিসেম্বরের সমাবেশ থেকে সরকারকে বিদায়ের কর্মসূচি ঘোষণা দেবো : মোশাররফ

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, ‘১০ ডিসেম্বর আমাদের সমাবেশ থেকে এই সরকারকে বিদায়ের কর্মসূচি ঘোষণা দেবো। ইনশাআল্লাহ; এই দেশের মানুষ রাস্তায় নেমে এই গায়ের জোরের সরকারকে ক্ষমতা থেকে নামাবে। নিরেপক্ষ সরকারের অধীনে একটা সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণ সরকার প্রতিষ্ঠা করবে।’

সোমবার (২৮ নভেম্বর) জাতীয় প্রেসক্লাবের তোফাজ্জল হোসেন মানিক মিয়া হলে সাউথ এশিয়ান ইয়ুথ রিসার্স সেন্টার আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

খন্দকার মোশাররফ বলেন, ‘আমরা বিশ্বাস করি জনগণ আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বে যে বিএনপি তাকে আগামী দিনের ক্ষমতায় বসাবে।’

গণতন্ত্রকে শক্তিশালী করার আগে উদ্ধার করা জরুরি মন্তব্য করে বিএনপির এই জ্যেষ্ঠ নেতা বলেন, ‘গণতন্ত্রকে শক্তিশালী করার আগে তো গণতন্ত্র থাকতে হবে। আজকে গায়ের জোরে, বিনা ভোটে সরকার আছে প্রায় ১৪ বছর! আমরা আশ্বস্ত করতে চাই, গণতন্ত্রের জন্য আন্দোলন করছি, মানুষের অধিকারের জন্য আন্দোলন করছি, অর্থনীতিকে মেরামত করার জন্য আন্দোলন করছি। ইনশাল্লাহ, জনগণ যদি আমাদের ক্ষমতায় পাঠায় আমরা সেই কাজগুলো আন্তরিকতার সাথে করবো। এদেশকে রক্ষা করবো। জনগণকে রক্ষা করবো। অর্থনীতিকে রক্ষা করবো, গণতন্ত্র প্রতিষ্ঠা করবো।’

আলোচনা সভায় আরো বক্তব‌্য রা‌খেন- বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, সাবেক রাষ্ট্রদূত সিরাজুল ইসলাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শান্তি ও সংঘর্ষ অধ্যয়ন বিভাগের শিক্ষক সাইফুদ্দিন আহমেদ, সাবেক কূটনীতিক সাকিব আলী, এসএওয়াইআরসির চেয়ারম্যান সুমন হক।

বিডিসংবাদ/এএইচএস