প্রখ্যাত সাংবাদিক কাজী শামসুন নাহার জ্যোৎস্নার ইন্তেকাল

প্রখ্যাত সাংবাদিক প্রয়াত এ. কে. এম শহীদুল হকের স্ত্রী কাজী শামসুন নাহার জ্যোৎস্না ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি …রাজিউন)।

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে মঙ্গলবার দিবাগত মধ্যরাতে বার্ধক্যজনিত কারণে তিনি ইন্তেকাল করেন। তার বয়স হয়েছিল ৭২ বছর।

কাজী শামসুন নাহার বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) ব্যবস্থাপনা সম্পাদক শাহারিয়ার শহীদ এবং প্রয়াত বিশিষ্ট ফ্যাশন ডিজাইনার ও চিত্রশিল্পী শাহরুখ শহীদের মাতা। তিনি এক পুত্র, দুই কন্যা, দুই বোন, আত্মীয়-স্বজন ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

কাজী শামসুন নাহার জ্যোৎস্না ১৯৪৫ সালের ২৩ আগস্ট নরসিংদী জেলার ঘোড়াশাল গ্রামের সম্ভ্রান্ত কাজী পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতা মরহুম কাজী আব্দুস সামাদ ও মাতা মরহুমা কাজী রওশন আক্তার।

তিনি একাধারে সাংবাদিক, সাহিত্যিক, লেখক ও একজন সমাজকর্মী ছিলেন। পাক্ষিক ‘দিশা’ নামে একটি পত্রিকা তিনি সম্পাদনা করেছেন।

কাজী শামসুন নাহার লেখালেখির জন্য আশরাফ সিদ্দিকী ফাউন্ডেশনের ‘সাইদা আশরাফ’ স্বর্ণ পদক এবং নন্দিনী সাহিত্য ও পাঠচক্রের ‘নন্দিনী সাহিত্য পুরস্কার ২০০৫’ লাভ করেন। সাহিত্যিক হিসেবে তাকে গুণিজন সংবর্ধনাসহ লেখক হিসেবে স্বীকৃতিস্বরূপ সার্টিফিকেটও প্রদান করা হয়।

সুলতা দিব্য জিনা, স্বপ্নীল কাব্য, আষাঢ়ের পূর্ণিমা- কাব্যগ্রন্থসহ অসংখ্য বই লিখেছেন তিনি।

কাজী শামসুন নাহারের মরদেহ নরসিংদীর ঘোড়াশালে গ্রামের বাড়িতে নেয়া হবে। সেখানে নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।