“মৃত্যু দিও পূর্ণিমায়”

তৌকির আহাম্মেদ

চাঁদের আলোয় হয়না স্নান করা
যে পূর্ণিমায় তুমি কাছে নাই।

লুকিয়ে-লুকিয়ে পুকুর ঘাটে
দেখা করা চাই।

কথা ছিলো একটি পূর্ণিমাও
না যায় যেন বৃথা-
তোমার কথা রেখেছি আমি
সত্তর বছর বয়সেও
হয়নি বিচ্যুতি হে প্রিয়তমা।

চেয়ে থাকি আকাশ পানে
প্রতি পূর্ণিমায়
তুমি কথা রাখনি তাই
হৃদয় কাঁদে যন্ত্রায়।

বেদনা বিধুর এ জীবন
একা-একা বসে থাকি
হয়না মরন।

মৃত্যু দিও বিধি পূর্ণিমায়!

স্বপ্ন দেখা পাপ, আশা অভিশাপ
তাই বুঝি পেলাম না তোমায়।

মৃত্যু দিও বিধি
কোন এক পূর্ণিমায়।