শিক্ষার্থীদের আন্দোলনে উত্তাল কবি নজরুল বিশ্ববিদ্যালয়

কবি কাজী নজরুল ইসলাম বিশ্বিবদ্যালয়ের শিক্ষার্থীরা ক্লাস-পরীক্ষা বর্জন করে বিক্ষোভ মিছিল ও আন্দোলন করে চলেছেন।
কবি কাজী নজরুল ইসলাম বিশ্বিবদ্যালয়ের সহকারী রেজিস্ট্রার  খন্দকার এহসান হাবীব পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের গরু বলে আখ্যায়িত করায় তার স্থায়ী পদত্যাগের দাবিতে এ আন্দোলন চলছে।

বৃহস্পতিবার সকাল ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ে প্রায় চার হাজার শিক্ষার্থী এ বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করেন। বিক্ষোভ মিছিলটি বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে প্রশাসনিক ভবনের সামনে এসে শেষ হয়।

এসময় বিশ্ববিদ্যালয়ের উত্তেজিত শিক্ষার্থীরা বিভিন্ন জায়গায় টায়ার জ্বালিয়ে রাস্তা বন্ধ করে রাখে।

পরে শিক্ষার্থীরা সহকারী রেজিস্ট্রার এহসান হাবীব এর স্থায়ী পদত্যাগের দাবিতে উপাচার্য বারাবর আল্টিমেটাম দিয়ে স্মারকলিপি জমা দেন।বুধবার ও শিক্ষার্থীরা অনুরুপ কর্মসূচি পালন করেছিল।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মোঃ জাহিদুল কবীর জানান, এই ঘটনা তদন্তের জন্য বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর এ এম এম শামসুর রহমানকে সভাপতি করে পাঁচ সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠিত হয়েছে। পাঁচ কর্মদিবসের মাঝে তদন্তের প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

উল্লেখ্য, গত ৩১ জানুয়ারি মঙ্গলবার, রাতে বিশ্ববিদ্যালয়ের সহকারী রেজিস্ট্রার এহসান হাবীব তার ফেসবুকের টাইমলাইনে লিখেছেন, “বিষয়টা প্রাইভেট পাবলিক না। বিষয়টা হলো মেধার। যোগ্যতার। আপনি পাবলিকের গরু নিবেন, নাকি প্রাইভেটের মেধা নিবেন?”  তিনি তার আরেকটি স্ট্যাটাসে লিখেছেন, “পাবলিকের অনেক গরু প্রতিদিন আমি আমার বাড়ির মাঠে ঘাস খেতে দেখেছি।”

তার এ মন্তব্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে তোলপাড় সৃষ্টি হয়।