এক ম্যাচ নিষিদ্ধ হলেন আজহার আলি

দুঃসংবাদ যেন ঘিরে ধরেছে আজহার আলিকে! দলের বাজে পারফরম্যান্সের কারণে হারাতে যাচ্ছেন অধিনায়কত্ব। ব্যাট হাতেও পারছেন না নামের প্রতি সুবিচার করতে। সেই সঙ্গে মরার ওপর খাঁড়ার ঘা হয়ে দেখা দিল স্লো ওভার রেটের কারণে তার এক ম্যাচের নিষেধাজ্ঞা।

অ্যাডিলেড ওভালে সিরিজের পঞ্চম ওয়ানডেতে নির্ধারিত সময়ের চেয়ে ২ ওভার কম বোলিং করেছে পাকিস্তান। যা আইসিসির নিয়ম ভঙ্গ করেছে। তাই দলীয় অধিনায়ক আজহারকে পেতে হলো নিষেধাজ্ঞা। আগামী ১২ মাসের মধ্যে অাজহারের নেতৃত্বে পাকিস্তান দল এভাবে স্লো ওভার রেটের অপরাধ করে, তাহলে আজহার পরবর্তী একটি ওয়ানডে ম্যাচ খেলতে পারবেন না।

এখানেই শেষ নয়। স্লো ওভার রেটের কারণে পাকিস্তান অধিনায়ক আজহার আলীর ম্যাচ ফির ৪০ শতাংশ কেটে নিয়েছে আইসিসি। আর দলটির বাকি ক্রিকেটারদের ম্যাচ ফির ২০ শতাংশ কর্তন করা হয়েছে। চলতি বছরের এপ্রিলে পাকিস্তানের পরবর্তী সফর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। ওই সিরিজে একটি ওয়ানডে খেলতে পারবেন না ৩১ বছর বয়সী এই ব্যাটসম্যান।