গাজীপুরে সিলিন্ডার বিস্ফোরণ : আরো একজনের মৃত্যু

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

গাজীপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় দগ্ধদের মধ্যে আরো একজনের মৃত্যু হয়েছে। তার নাম মোঃ সিরাজুল ইসলাম টুটুল (২৮)। এ নিয়ে এই দুর্ঘটনায় মৃতের সংখ্যা দাঁড়ালো চারজনে।

আজ বৃহস্পতিবার সকাল ৭টার দিকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

জাতীয় বার্ন ইনস্টিটিউটের আবাসিক সার্জন এস এম আইউব হোসেন এ তথ্য নিশ্চিত করেন।

টুটুল ময়মনসিংহের কোতোয়ালি থানার মৃত সাইদুল ইসলামের ছেলে। তার শরীরের ৪০ শতাংশ দগ্ধ হয়েছিল।

গত বৃহস্পতিবার (১৩ অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে গাজীপুর মহানগরীর ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বড়বাড়ি এলাকায় হাজী ওহেদ আলী সরকার সিএনজি ফিলিং স্টেশনে এ বিস্ফোরণের ঘটনা ঘটে।

এ ঘটনার পরদিন শুক্রবার (১৪ অক্টোবর) দগ্ধ মোঃ মিঠু (২৫) চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এরপর সোমবার (১৭ অক্টোবর) সকালে মোঃ পারভেজ (৩১) ও মঙ্গলবার (১৮ অক্টোবর) সকাল পৌনে ৮টার দিকে জাতীয় বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মোঃ আল-আমিন (৩০) নামে দুই যুবক মারা যান।

এ দুর্ঘটনায় দগ্ধ মোঃ আনোয়ার (৩০) এখনো শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন।

বিডিসংবাদ/এএইচএস