চট্টগ্রাম চিড়িয়াখানায় চিত্রা হরিণের বাচ্চা প্রসব

বশির আল মামুন, চট্টগ্রাম প্রতিনিধিঃ  নগরীর ফয়েজলেকস্থ চট্টগ্রাম চিড়িয়াখানায় একটি চিত্রা হরিণ শাবকের জন্ম হয়েছে। চিড়িয়াখানার চিকিৎসক শাহাদাৎ হোসেন শুভ জানান, বৃহস্পতিবার সকালে একটি চিত্রা হরিণ বাচ্চা প্রসব করে।

এ চিড়িয়াখানায় আগে পাঁচটি পুরুষ ও ছয়টি মেয়ে চিত্রা হরিণ ছিল। নতুন সদস্যকে নিয়ে এ প্রজাতির হরিণের সংখ্যা দাঁড়ালো ১২টিতে। তবে হরিণ শাবকটি মায়ের কাছে থাকায় এখনও তার লিঙ্গ পরিচয় জানতে পারেননি বলে জানান চিকিৎসক শুভ।

এদিকে চট্টগ্রাম চিড়িয়াখানার চারটি ময়ূর দুই বছরের বেশি সময় পর সঙ্গীনী পেয়েছে। ঢাকা চিড়িয়াখানার সঙ্গে চুক্তি করে বুধবার চারটি ময়ূরী আনা হয়েছে চট্টগ্রামে।
শুভ বলেন, দুই বছর ধরে চট্টগ্রাম চিড়িয়াখানায় চারটি ময়ূর থাকলেও ময়ূরী ছিল না। এজন্য বংশ বিস্তারও সম্ভব হয়নি।