দিনের শুরুতে ভারত শিবিরে তাইজুলের জোড়া আঘাত

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

বাংলাদেশের সব উইকেটের পতনের মধ্য দিয়ে গতকাল বিকেলে ব্যাটিংয়ে নামে ভারত। তবে তেমন শক্ত জুটি আর রান গড়তে পারেনি। দিনের শেষে তাদের স্কোর গড়ায় বিনা উইকেটে ১৯ রান।

এরপর সকাল থেকে দ্বিতীয় দিনে ব্যাট করতে নেমে টাইগার বোলারদের রক্ষণাত্মক ভঙ্গিতে খেলতে থাকেন ভারতীয় দুই ওপেনার। তবে ইনিংসের ১৪তম ওভারে ভারত শিবিরে প্রথম আঘাত হানেন টাইগার স্পিনার তাইজুল ইসলাম। এরপর ১৬তম ওভারে আবারো তাইজুলের আঘাত।

তাইজুলের ঘূর্ণিতে পরাস্ত হয়ে এলবিডব্লিউর ফাঁদে পড়েছেন ভারতীয় অধিনায়ক লোকেশ রাহুল। ইনিংসের ১৪তম ওভারে প্রথম উইকেট হারিয়েছে ভারত। ভেঙেছে ২৭ রানের উদ্বোধনী জুটি।

এরপর আরেক ওপেনার শুভমান গিলকেও লেগ বিফোরের ফাঁদে ফেলে ২০ রানের মাথায় ফিরিয়ে দেন তাইজুল। এই মুহূর্তে ভারতীয় দলের সংগ্রহ ৩৮ রান ২ উইকেট হারিয়ে।

আগের দিন ব্যাট করা শুভমান গিলের সাথে এই মুহূর্তে উইকেটে রয়েছেন চেতেশ্বর পূজারা। এর আগে গতকাল প্রথম ইনিংসে টস জিতে আগে ব্যাট করে সবকটি উইকেট হারিয়ে বাংলাদেশ দল সংগ্রহ করেছিল ২২৭। দলের হয়ে সর্বোচ্চ ৮৪ রান করেন মুমিনুল হক।

বিডিসংবাদ/এএইচএস