দূর থেকে

ইমরান রহমান

-আমি দূর থেকে দেখি তোমার রুপের অহংকার,
আমি দূর থেকে শুনি তোমার ঘুঙুরের ঝঙ্কার
তুমি কি আকবরের যোধাবাঈ ,
লক্ষীবাঈ’র হুঙ্কার,
খৈয়মের রুবাই, বিসমিল্লাহ’র সানাই ?
বাতাসে পাই তোমার চুলের সুরভি,
যুগ যুগান্তে তুমি একটাই ছবি,
সকল গানের একটাই সুর
শ্বেতপাথরের নীচে তাজমহলের হাহাকার,
তুমি রুমির মস্নবি।
(সংক্ষিপ্ত)