মেয়র সৈয়দ জাহাঙ্গীর আলমের সাথে খ্রীষ্টান সম্প্রদায়ের লোকদের মতবিনিময়

দিনাজপুর জেলা প্রতিনিধি:  প্রাক-বড়দিন উদযাপন উপলক্ষে খ্রীষ্টান সম্প্রদায়ের লোকদের সাথে দিনাজপুর পৌরসভার মেয়রের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

গতকাল দিনাজপুর পৌরসভার ফাতেহুল আলম দুলাল মিলনায়তনে মেয়র সৈয়দ জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন কুটিবাড়ীস্থ দিনাজপুর আঞ্চলিক ব্যাপ্টিস চার্চ সংঘ’র সহকারী পালক প্রধান রেভারেন্ড জনবিটু মধু, ওয়াইএমসিএ ও বাংলাদেশ খ্রীষ্টান এসোসিয়েশন দিনাজপুরের সভাপতি ফাবিয়ান মন্ডল, দিনাজপুর পাহাড়াস্থ চার্চ অব দ্যা ন্যাজ্যারীন’র পালক রেভারেন্ড তাপস মন্ডল, বাংলাদেশ খ্রীষ্টান এসোসিয়েশন সদর উপজেলা শাখার সভাপতি জোসেফ মুর্মু, গ্রাম প্রধান নাথালিউস মারান্ডী, খ্রীষ্টান সম্প্রদায়ের নেতা ফ্রান্সিস দেউড়ি, পাউলুস হাসদা, সিস্টার ব্রিজেট গোমেজ, সিস্টার তানিয়া গোমেজ, সিস্টার ডলি প্রমূখ।

মতবিনিময় সভায় আগত খ্রীষ্টান সম্প্রদায়ের প্রতিনিধিদের শুভেচ্ছা জানিয়ে দিনাজুপর পৌরসভার মেয়র সৈয়দ জাহাঙ্গীর আলম বলেন, দিনাজপুর সম্প্রদায়িক সম্প্রীতির জেলা। এই জেলায় হাজার বছর ধরে মুসলিম, হিন্দু, খ্রীষ্টান, বৌদ্ধ ধর্মসহ বিভিন্ন ধর্মের লোক সম্প্রীতি বজায় রেখে বসবাস করছে। আগামীতে এই বন্ধন যাতে আরো সুদৃঢ় থাকে সে ব্যাপারে সধ্যানুযায়ী আমরা সবাই সচেষ্ট থাকতে হবে। সবাই মিলেমিলে দেশ ও মানবতার স্বার্থে কাজ করতে হবে।

দিনাজপুর পৌরসভার মেয়র বড়দিন উপলক্ষে খ্রীষ্টান সম্প্রদায়ের লোকদের সাথে এ ধরনে অনুষ্ঠান আয়োজন করার জন্য পৌরসভার মেয়রসহ পৌর পরিষদকে ধন্যবাদ জানান আগত খ্রীষ্টান সম্প্রদায়ের লোকজন। এ সময় পৌর মেয়র খ্রীষ্টান সম্প্রদায়সহ অন্যান্য সকল ধর্মের লোকদের নিজ নিজ ধর্মীয় অনুষ্ঠান পালনে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।

এর আগে মেয়র সৈয়দ জাহাঙ্গীর আলম অনুষ্ঠানে আগত খ্রীষ্টান সম্প্রদায়ের প্রতিনিধিদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান। পরে অনুষ্ঠানে আগত খ্রীষ্টান সম্প্রদায়ের প্রতিনিধিদের নিয়ে প্রাক-বড়দিনের কেক কাটেন। এছাড়া মেয়র সৈয়দ জাহাঙ্গীর আলম পৌরসভার পক্ষ থেকে গত বছরের ডিসেম্বরে দৃর্বৃত্তদের ছুরিকাঘাতে নিহত আউলিয়াপুর মিশন স্কুলের নৈশ প্রহরী সুকু শিবু সরেণ’র স্ত্রীর হাতে বড়দিন উপলক্ষে ত্রান সামগ্রী ও এককালিন নগদ ৫ হাজার টাকা অনুদান প্রদান করেন।অনুষ্ঠানে পৌরসভার কর্মকর্তা মো. শহিদুল ইসলাম, মো. মুজিবুর রহমান বাচ্চুসহ দিনাজপুরে বসবাসরত খ্রীষ্টান সম্প্রদায়ের বিভিন্ন মিশনের প্রতিনিধি ও পৌরসভার অন্যান্য কর্মকর্তা-কমচারী উপস্থিত ছিলেন।