যেমন হতে পারে বাংলাদেশের একাদশ

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

প্রথমবারের মতো ইংল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ খেলতে মাঠে নামছে বাংলাদেশ। বাংলাদেশ একাদশে থাকতে পারে অনেক চমক, অভিষেক হতে পারে তৌহিদ হৃদয়, তানভীর ইসলামের। তাছাড়া প্রত্যাবর্তন ঘটতে পারে রনি তালুকদার ও শামিম পাটোয়ারীর।

আজ (বৃহস্পতিবার) চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে বাংলাদেশ সময় বেলা ৩টায় ম্যাচটি শুরু হবে। এর আগে কখনোই দ্বিপাক্ষিক টি-টোয়েন্টি না খেলা দল দুটি আজ মুখোমুখী হবে।

সব মিলিয়ে সাকিব আল হাসানের নেতৃত্বে ভিন্ন এক বাংলাদেশ দল দেখা যাবে এ ম্যাচে। অভিজ্ঞতার চাদর ছিঁড়ে তারুণ্যে টলমল একটা দল গড়া হয়েছে এ সিরিজকে সামনে রেখে। যারা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) দীর্ঘ পরিকল্পনার অংশ, যাদের দিয়ে টি-টোয়েন্টি ক্রিকেটে বাংলাদেশের রূপ পরিবর্তের আশা বিসিবির।

এদের মধ্যে আছেন নাজমুল হোসেন শান্ত, তৌহিদ হৃদয় ও রনি তালুকদার, আছেন শামিম পাটোয়ারীও। অধিনায়ক সাকিবের বড় ভরসার জায়গা সদ্য বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) থেকে পারফর্ম করে আসা এই তরুণরা, যারা হয়ে উঠতে পারেন ব্যাট হাতে সাকিবের তুরুপের তাস। তাছাড়া আছেনই তো আফিফ হোসেন, লিটন দাস।

তবে জিততে হলে বোলারদেরও রাখতে হবে বড় ভূমিকা, যেখানে নেতৃত্ব দিতে হবে তাসকিন আহমেদকে। তবে সবার চোখ থাকবে তানভীর ইসলামের দিকে। বিপিএল মাতিয়ে আসা এই স্পিনার একাদশে জায়গা পেতে লড়বেন নাসুম আহমেদের সাথে। তবে সব মিলিয়ে দলের সবচেয়ে অভিজ্ঞ ক্রিকেটার হিসেবে দায়িত্বটা নিতে হবে সাকিবকেই।

যেমন হতে পারে আজ বাংলাদেশের একাদশ :
নাজমুল হোসেন শান্ত, লিটন কুমার দাস, রনি তালুকদার, সাকিব আল হাসান, তৌহিদ হৃদয়, আফিফ হোসেন, শামিম পাটোয়ারী, মেহেদী মিরাজ, তানভীর ইসলাম, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ।

বিডিসংবাদ/এএইচএস