রাবিতে ‘জোঁক’ নাটক প্রদর্শিত

রাবি প্রতিনিধি: “নাটক শাণিত হচ্ছে শোষকেরা সবধান” এই স্লোাগানে পথচলা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) নাট্য সংগঠন ‘সমকাল নাট্যচক্রে’র আয়োজনে ক্যাম্পাস ভিত্তিক নাটক “জোঁক” প্রদর্শিত হয়েছে।

শনিবার বিকেল ৫ টায় ও সাড়ে ৬টায় বিশ্ববিদ্যালয় কাজী নজরুল ইসলাম মিলনায়তনে দুই শিফটে নাটকটি মঞ্চস্থ হয়।
নাটকের বিষয়বস্তু সম্পর্কে সমকাল নাট্যচক্রের সাধারণ সম্পাদক শিমুল সিদ্দিকী বলেন, ক্যাম্পাসের নানা অসঙ্গতি ও সাধারণ শিক্ষার্থীদের বিভিন্ন অধিকারের ব্যাপারে সচেতনতা সৃষ্টির লক্ষ্যেই  আমাদের এই নাটক প্রদর্শিত

আজমল হুদা মিঠু প্রযোজিত এই  নাটকে বিভিন্ন চরিত্রে অভিনয় করেন, শিমুল সিদ্দীকি, সানজানা আরেফিন, জাহিদ হাসান, রাকিব রায়হান, উজ্জ্বল হোসেন, লাবনি স্বর্ণা প্রমুখ।