বিস্মিত বিএনপি

বিএনপিকে সন্ত্রাসী সংগঠন আখ্যা দিয়ে কানাডার ফেডারেল আদালতের রায়ে বিস্ময় ও ক্ষোভ প্রকাশ করেছে বিএনপি। একজন বাংলাদেশি নাগরিকের রাজনৈতিক আশ্রয়ের আবেদন নাকচ করে দেওয়ার সময় কানাডার ফেডারেল আদালত বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপিকে সন্ত্রাসী সংগঠন বলাকে হাস্যকর বলে মন্তব্য করেছে দলটি।

দলের  শীর্ষস্থানীয় এক নেতা জানান, বিএনপি সন্ত্রাসীতো নয়ই, উল্টো সন্ত্রাসের শিকার। এই রায় খুবই দুঃখজনক। কানাডার আদালতের রায়ের বিষয়ে বিএনপি এখনো কোনো তথ্য পায়নি। পূর্ণাঙ্গ তথ্য জানার চেষ্টা করছে নেতারা। রায়ের বিষয়ে বিস্তারিত জানার পর দল থেকে আনুষ্ঠানিক বক্তব্য দেওয়া হবে।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, বিএনপি জাতীয়তাবাদে বিশ্বাসী একটি আদর্শিক রাজনৈতিক সংগঠন। বিএনপি এদেশের গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করেছে। সন্ত্রাসের বিরুদ্ধে সবসময় অবস্থান গ্রহণ করে, সত্য ও ন্যায়ের পক্ষে থেকেছে এবং এখনো অগণতান্ত্রিক সরকারের বিরুদ্ধে গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলন চালিয়ে যাচ্ছে। বিএনপি গণতন্ত্রকে গভীরভাবে ধারণ করে, লালন করে। সন্ত্রাসের সঙ্গে বিএনপির কোনো আপোষ নেই। বিএনপি সবসময় সন্ত্রাসের বিরুদ্ধে অবস্থান নেয়। বিএনপি কোনো সন্ত্রাসী সংগঠন নয়, বরং সন্ত্রাসের শিকার।

বিএনপির ভাইস চেয়ারম্যান খন্দকার মাহবুব হোসেন জানান, মোহাম্মাদ জুয়েল হোসেন গাজী নামে ঢাকার মীরপুরের স্বেচ্ছাসেবক দলের না্ম করে যিনি আশ্রয়ের আবেদন করছেনে তিনি আদৌ বিএনপি করেন কি না তাও আমরা স্পষ্ট নই। তবে একটি গণতান্ত্রিক দেশের প্রধান বিরোধীদল সম্পর্কে ঢালাওভভাবে এমন মন্তব্য দুঃখজনক। বিষয়টি নিয়ে দলের পক্ষ থেকে আশা করি বক্তব্য আসবে। তবে আমি ব্যক্তিতগভাবে মনে করি কানাডার ওই বিচারকের সামনে যেসব তথ্য উপাত্ত উপস্থাপন করা হয়েছে তিনি হয়তো সেগুলোর আলোকে এই মন্তব্য করেছেন।

রুহুল কবির রিজভী বলেন, কানাডার আদালতের রায়ের বরাতে গণমাধ্যমে প্রকাশিত বক্তব্য সরকারের চক্রান্তমূলক নাটকের অংশ। কানাডাভিত্তিক বাংলা নিউজ পোর্টাল নতুনদেশ ডটকম সরকার প্রভাবিত মিডিয়া। যে অনলাইনে এসেছে আমরা সেটা দেখিছি,  সেটা শওকত আলী সাগরের, তিনি ছাত্রলীগের ভাইস প্রেসিডেন্ট ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের। তারা কানাডায় বসে বিএনপির বিরুদ্ধে অপপ্রচার ও নানা ধরনের চক্রান্তের বেড়াজাল তৈরি করছেন, একটা বর্বরতম পরিকল্পনা তৈরি করছেন-এটা সুস্পষ্ট।

তিনি বলেন, রায় পড়ে যতটুকু বুঝেছি- এটা সম্পূর্ণ চক্রান্তমূলক নাটকের অংশ। আমরা মনে করি, এটি বর্তমানের সরকারের একটা উদ্দেশ্য প্রণোদিত একটি বিষয়, যেটিকে তারা একটি নাটক সাজিয়েছে এবং ওই নাটকটা ওইভাবে তারা তথ্য-প্রমাণ দিয়েছে। বানোয়াট একটা নাটক তারা তৈরি করেছেন। নির্বাচনে আগে এ ধরনের কিছু ঘটনা সৃষ্টি করবেন, সৃষ্টি করে জনগণের মাঝে ধোঁয়াশা তৈরি করবেন- এটা তাদের উদ্দেশ্য।

দলের ভাইস চেয়ারম্যান হাফিজ উদ্দিন আহমেদ জানান, কেউ যদি বিশ্বাস করে যে বিএনপি সন্ত্রাসী সংগঠন, তাহলে আওয়ামী লীগ এক ধাপ এগিয়ে আছে, আমাদের আগে আছে। কানাডার যে বিষয়টি উপস্থাপন করা হয়েছে, সেখানকার যারা প্রসিকিউশন করেন, তারা বিএনপি ও আওয়ামী লীগ উভয় দলকে সন্ত্রাসী বলে আখ্যা দিয়েছে। সুতরাং শুধু শুধু বিএনপিকে দোষারোপ করার মানে হয় না-এটাকে বিশ্বাস করলে, এটিও বিশ্বাস করতে হবে আওয়ামী লীগও সন্ত্রাসীদের দল।

উল্লেখ্য যে, বাংলাদেশের অন্যতম প্রধান রাজনৈতিক দল বিএনপিকে সন্ত্রাসী সংগঠন হিসেবে অভিহিত করেছে কানাডার ফেডারেল আদালত। কানাডাভিত্তিক বাংলা নিউজ পোর্টাল নতুনদেশ ডটকম এক প্রতিবেদনে একথা জানিয়েছে। প্রতিবেদনটিতে বলা হয়, বিএনপির সদস্য হওয়ার কারণে একজন বাংলাদেশি নাগরিকের রাজনৈতিক আশ্রয়ের আবেদন নাকচ করে দেওয়ার বিরুদ্ধে দায়ের করা জুডিশিয়াল রিভিউর আবেদন নিষ্পত্তি করতে গিয়ে ইমিগ্রেশন কর্মকর্তার সিদ্ধান্তকে বহাল রেখে বিচারক বিএনপিকে সন্ত্রাসী দল হিসেবে চিহ্নিত করে।