আজকের অনন্যার উপস্থাপনায় মৌসুমী হামিদ

প্রথমে তানিয়া আহমেদ, এরপর ফারহানা নিশো, তারপর এলেন আজমেরী হক বাঁধন।  আর এবার লাক্স চ্যানেল আই সুপারস্টার মৌসুমী হামিদ উপস্থাপনা করবেন জিটিভির নিয়মিত জনপ্রিয় অনুষ্ঠান নারীদের নিয়ে গেম শো ‘আজকের অনন্যা’।

অনুষ্ঠানটির প্রযোজক তুষার জামাল জানালেন- দর্শক চাহিদা এবং দর্শকদের নতুনত্ব দেয়ার জন্যই এই প্রচেষ্টা। শুধু উপস্থাপিকাই নয় বদলেছে অনুষ্ঠানের ধরন ও গেম গুলো।

সমাজে একজন নারীর অধিকাংশ সময়ে কোনো ব্যক্তি পরিচয় থাকে না। জ্ঞান হওয়ার পর থেকে নারীকে নিষেধের বেড়াজালে বড় হতে হয়। তার প্রতিটি পদক্ষেপ নির্ধারিত হয় অপরের আংগুলিহেলনে। একটা সময় ধারণা ছিল, আমাদের দেশের নারীরা আত্মনির্ভরশীল নয়, আবেগপ্রবণ, যুক্তিহীন, সিদ্ধান্ত নিতে সময় লাগে, মোটেও আত্মবিশ্বাসী নয়, খুব বেশি পরনির্ভর।

কিন্তু সময় পাল্টেছে, নারী আর ঘরের কোণে নেই, তারা বেরিয়ে পড়েছে। কাজ করছে অফিস আদালতে, নিজেকে বিলিয়ে দিচ্ছে দেশের তরে। আজকের অনন্যা সেই সকল নারীদের প্ল্যাটফর্ম, যারা নিয়মিত জীবনে বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজ করেন।

নারীদের নিয়ে এই প্রতিযোগিতা মূলক গেম শোতে মাঝে মাঝেই চলে আসে ভিন্নতার ছোঁয়া। এবারের পর্বেও তাই। আজকের অনন্যার এবারের পর্বে অতিথি হিসেবে আছেন চার জমজ বোন। এরা হলেন- মনি-মুক্তা, মুন-রাফি, হাসনা-হেনা এবং জাহান-সাহান।
বাংলাদেশে প্রথমবারের মতো কোন টিভি শোতে চার জমজ বোন অংশগ্রহণ করলেন।

মৌসুমী হামিদের উপস্থাপনায় ও তুষার জামালের  প্রযোজনায় অনুষ্ঠানটি বৃহস্পতিবার রাত ৯টা ৩০ মিনিটে জিটিভিতে প্রচার হয়।