“ভয়কে করিও জয়”

তৌকির আহাম্মেদ

নাহি লাজ নাহি ভয়
সত্য যেথা নাহি তার ক্ষয়।
ভয় করিও না
ভয়কে করিও জয়।

মিথ্যার কভু হয়না জয়
সদা সত্য বলিতে হয়
সত্যের পথে হয়না ক্ষয়
মিথ্যায় লুকিয়ে রয় ভয়।
সত্যের জয়,চিরকালই হয়।

সত্য বলিতে যেনো
নাহি কাঁপে হিয়া
মিথ্যার আধারে আলো জ্বালিও
সত্যের প্রদীপ দিয়া।

যেথায় সংঘাত-সেথায় প্রতিবাদ
দুর্গ তুলিবে গড়ে
মরন পণ লড়িবে সত্য বলিবে
ভয়ে যেওনা ফিরে।

ভয়ের পথে জয়ের নিশান
মিথ্যাস্থলে বানাও শ্মশান
ভয় নাই ওরে ভয় নাই পাষান
সত্যের বলে জীবন আসান।

তবে কেন ভয়? কিসের সংশয়
ভয় করিও না
ভয়কে করিও জয়।