ভোলায় নন এমপিও শিক্ষকদের মানববন্ধন

ভোলা প্রতিনিধি:ভোলায় বেতন-ভাতার দাবিতে মানববন্ধন করেছে বাংলাদেশ নন এমপিও নিম্ন মাধ্যমিক শিক্ষক-কর্মচারী ফোরাম ভোলা জেলা শাখা। মঙ্গলবার(২৫এপ্রিল) দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত জেলা প্রশাসক কার্যালয় সামনে ঘন্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচী পালন করা হয়।

মানববন্ধনে ভোলা জেলার সকল নন এমপিও শিক্ষক-কর্মচারীরা অংশগ্রহন করেন।

বাংলাদেশ নন এমপিও নিম্ন মাধ্যমিক শিক্ষক-কর্মচারী ফোরাম ভোলা জেলা শাখার সভাপতি মোঃ আশরাফ উদ্দিন ফারুকের সভাপতিত্বে মানববন্ধনে এসময় বক্তব্য রাখেন, সংগঠনের সাধারণ সম্পাদক মোঃ নজরুল ইসলাম, কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি সাইফুদ্দিন মুইজ, যুগ্ম সম্পাদক আবুল কালাম আজাদ প্রমুখ।

এ সময় বক্তারা বলেন, বর্তমান সরকারে আমলে দেশে ব্যাপক উন্নয়ন হয়েছে। এমনকি শিক্ষা খাতেও অভুতপূর্ণ উন্নয়ন লাভ করেছে। কিন্তু সাড়া দেশে প্রায় ১৩৩৩টি নন এমপিও নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারীরা বেতন-ভাতার দাবিতে আজ রাস্তায় দাড়িয়ে মানববন্ধন করতে হয়েছে।  আমরা বর্তমান সরকারের কাছে শিক্ষকদের এ মানবেতর জীবন থেকে মুক্তি দিয়ে বেতন-ভাতার ব্যবস্থা করার জোড় দাবি জানান।

পরে তার জেলা প্রশাসক মোহাঃ সেলিম উদ্দিনের মাধ্যমে প্রধানমন্ত্রী ও শিক্ষামন্ত্রীর নিকট স্বারকলিপি প্রদান করেন।