‘১৪ ফেব্রুয়ারি ভালোবাসা দিবস নয়, স্বৈরাচার প্রতিরোধ দিবস’

রাবি প্রতিনিধি:
মজিদ খানের শিক্ষানীতির বিরুদ্ধে ১৯৮৩ সালের আজকের এই দিনের আন্দোলনে  তৎকালীন স্বৈরশাসক এরশাদ তার পুলিশ বাহিনী দিয়ে ছাত্রনেতাদের উপর গুলি চালিয়ে হত্যা করে ছাত্রনেতা দীপালি, কাঞ্চন, জয়নালসহ দশজনকে এবং গ্রেফতার করা হয় ১৩০০ জনকে। কাজেই ‘আজকের দিনটি ভালোবাসা দিবস নয়, স্বৈরাচার প্রতিরোধ দিবস’। মঙ্গলবার বেলা ১ টার দিকে রাজশাহী

বিশ্ববিদ্যালয় প্রগতিশীল ছাত্রজোট আয়োজিত বিক্ষোভ সমাবেশে এসব কথা বলেন ছাত্রজোটের সমন্বয়ক মিনহাজুল আবেদীন।
এর আগে তাদের দলীয় টেন্ট থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে ক্যাম্পাসের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে  বিশ্ববিদ্যালয়ের টুকিটাকি চত্বরে একটি সমাবেশে মিলিত হয়।

এসময় ছাত্র ফেডারেশনের সভাপতি কিংশুক কিঞ্জল, ছাত্র মৈত্রির সভাপতি প্রদীপ মার্ডি, সাধারণ সম্পাদক দীলিপ রায়, ছাত্র ফ্রন্টের সাধারণ সম্পাদক শামসুজ্জোহা সাদিক, ছাত্র ইউনিয়নের দপ্তর সম্পাদক তাজুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।