বাহারোজ দীপার “সাদাকালো সুখ ”

সুখ

দুধ নহর জোছনায় ভেঁঙ্গে যায় স্বপ্নের বাঁধ
নক্ষত্র ক্ষচিত ঐ বৃত্তে ভরা চাঁদ ।
কষ্টগুলো জমা রেখেছি চাঁদের কলঙ্ক করে
অনিদ্রা কারুকার্য হয়ে ঘুঙুর পড়ে পায়ে ।
প্রশান্তির পরশেও প্রাপ্তির অপেক্ষায়
প্রস্ফুটিত রাত্রি ও জখম হয়ে যায় !
অপ্রাপ্তির দংশন নীল বিষ ছড়ায়
তবু, মনের জানালায় নৃত্যরত পাখি হয়ে
জমাই অপ্রাপ্তির স্তুপাকৃত সুখ !!!
ছায়ার মত লেপ্টে থাকা অশরীরী সুখ !
লাল বহ্নি গোলাপের মত সুখ !
হৃদয়ের অন্তরীক্ষে জোছনার “কান্না ভরা সুখ”

হয়ত এখন অপেক্ষার রাত্রির শেষ প্রহর
দুহাত তুলে আলিঙ্গনে মত্ত আমি
“হে কাঙ্খিত সুখ আমার ” .. …

বাহারোজ দীপার “সাদাকালো সুখ ”
কবি বাহারোজ দীপা